৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার

Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Search in posts
Search in pages
Filter by Categories
Uncategorized
ইসলামী জীবন
ঔষধ ও চিকিৎসা
খাদ্য ও পুষ্টি
জানুন
নারীর স্বাস্থ্য
পুরুষের স্বাস্থ্য
ভিডিও
ভেসজ
যৌন স্বাস্থ্য
রান্না বান্না
লাইফ স্টাইল
শিশুর স্বাস্থ্য
সাতকাহন
স্বাস্থ্য ও সৌন্দর্য
স্বাস্থ্য খবর

দিবা-রাত্রির টেস্টে অজিদের বিপক্ষে পাকিস্তান !!!

পাকিস্তানের বিপক্ষে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে, দক্ষিণ আফ্রিকার বিপে আয়োজিত সিরিজে দিবা-রাত্রির টেস্ট থাকবে কী না এ ব্যাপারে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে কথাবার্তা চলছে বলে জানা যায়। ক্রিকেট অস্ট্রেলিয়ার ঘোষিত সূচিতে আগামী নভেম্বরে প্রোটিয়াদের বিপক্ষে তিনটি টেস্ট ম্যাচ খেলবে অজিরা। ডিসেম্বর-জানুয়ারিতে পাকিস্তানের বিপওে তিনটি টেস্ট আয়োজন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ডিসেম্বরেই নিউজিল্যান্ডের বিপে তিনটি ওয়ানডে খেলবে অজিরা। আর জানুয়ারিতে পাকিস্তানের বিপে পাঁচটি ওয়ানডে ম্যাচের সিরিজ রয়েছে স্টিভেন স্মিথ বাহিনীর। এরপর ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে অজিরা। সবকিছু ঠিক থাকলে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফর করবে দক্ষিণ আফ্রিকা। আর এ সিরিজের একটি ম্যাচ দিবা-রাত্রির করার ঘোষণা দেয় অজিরা। তাতে বাঁধ সাধে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। গোলাপি বলে দিবা-রাত্রির ম্যাচ খেলতে ইচ্ছুক নয় দলটি। গত নভেম্বরে ইতিহাসে প্রথমবারের মতো দিবা-রাত্রির ম্যাচ অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটিতে ব্যবহার করা হয় গোলাপি বল। সে ম্যাচটি দারুণ দর্শক জনপ্রিয়তা পায়। এমনকি টেলিভিশনেও প্রচুর দর্শক টেনেছিল টেস্টটি। তবে খেলার মাঠে দু’দলের ক্রিকেটাররাই বলের ব্যাপারে অভিযোগ করেন। জানানো হয় রাতের আলোয় গোলাপি বল দেখতে সমস্যা হয়। এ ব্যাপারে প্রোটিয়া দলের মুখপাত্র টনি আইরিশ জানান, এ অবস্থায় আমাদের দলের ক্রিকেটাররা খেলতে ইচ্ছুক নয়। আমাদের কোনো ক্রিকেটার এখন পর্যন্ত দিবা-রাত্রির ম্যাচে অংশগ্রহণ করেনি। এমনকি গোলাপি বলেও খেলেনি। এমন পরিস্থিতিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহি জেমস সাদারল্যান্ড জানান, আমরা পাকিস্তানের বোর্ড থেকে দিবা-রাত্রির ম্যাচ খেলার সম্মতি পেয়েছি। তাদের বিপে গোলাপি বলেই খেলা হবে। তবে, দ. আফ্রিকার বোর্ডের সঙ্গে আমাদের এখনও কথাবার্তা চলছে। দর্শকপ্রিয়তা মাথায় রেখেই তাদের বিপে তৃতীয় টেস্টটি অ্যাডিলেডে দিবা-রাত্রির করতে চেয়েছি। তিনি আরও যোগ করেন, পাকিস্তানের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টটি দারুণ একটি আবহাওয়ার মধ্যে অনুষ্ঠিত হবে বলে আশা করছি। ব্রিসবেনের গ্যাবায় ফ্লাডলাইটের আলোয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। সাদা পোশাকের ম্যাচে দর্শক টানতে এর থেকে ভালো উপায় হয়না। সকল দেশকেই এই ধরনের ম্যাচ আয়োজনের জন্য এগিয়ে আসতে হবে। অ্যাডিলেডে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার ফাডলাইটের আলোয় ম্যাচটিতে অজিরা অবশ্য তিন দিনেই জয় নিশ্চিত করে। তবে সে ম্যাচে অ্যাশেজের বাইরে কোনো ম্যাচ হিসেবে রেকর্ড ১২ হাজারের ওপর দর্শক হয়েছিল।

Comments

comments