৭ বছর বয়সেই যৌন হয়রানির অভিজ্ঞতা হয়েছে !!!
বাংলাদেশি বংশোদ্ভূত মিস আয়ারল্যান্ড মাকসুদা আক্তার প্রিয়তী মাত্র চার বছর বয়সেই যৌন হয়রানির শিকার হন। ২২ এপ্রিল এক ফেসবুক স্ট্যাটাসে এ কথা জানালেন তিনি। শুধু তা-ই নয়, চার থেকে সাত বছরের মধ্যে আরো পাঁচ-ছয়বার তাঁকে যৌন হয়রানির শিকার হতে হয়েছে। প্রতিবারই এর সঙ্গে জড়িত ছিল আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব—এমনকি কাজের লোকও।
সম্প্রতি প্রিয়তীর পরিচিত ১২ বছরের এক মেয়ে নিজের মামার দ্বারা যৌন হয়রানির শিকার হয়ে আত্মহত্যা করলে এই স্ট্যাটাস দেন তিনি। বলেন, ‘মেয়েটি আত্মহত্যা করার আগে তার মাকে ঘটনাটি বলেছিল। অথচ মা বিশ্বাস করেননি। আমার বেলায় ঘটেছিল অন্য ঘটনা। ভয়ে মাকেও বলতে পারিনি। যদি আর খেলা করতে না দেয়! আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যেতে না দেয়! আমি চাই, মা তাঁর সন্তানদের সঙ্গে এমন আচরণ করুন, যেন সন্তান নির্ভয়ে সব কথা শেয়ার করতে পারে। তা ছাড়া সন্তানকে চোখে চোখেও রাখুন। সে কোথায় যাচ্ছে, কার সঙ্গে খেলছে, সেটাও লক্ষ রাখতে হবে।’

একই স্টেটাসে প্রিয়তী শিশু যৌন নিপীড়নের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করার আগ্রহ প্রকাশ করেন।
সৌজন্যে – নিউজবিডি৭১
Related Posts
Comments
comments