আবারো খবরের শীর্ষে কিম !!!
মার্কিন টিভি তারকা কিম কার্দাশিয়ান বরাবরই আলোচনায় থাকতে পছন্দ করেন। ইনস্টাগ্রামে নগ্ন ছবি থেকে শুরু করে বিভিন্ন ভাবেই কোন না কোন ভাবে আলোচনায় চলে আসেন তিনি। এবার নতুন করে আবারো খবরের শীর্ষে এই তারকা।
স্বামী কেনি ওয়েস্টের কাছ থেকে একটি হীরের হার উপহার পেয়েছেন। যার দাম পরেছে দশ লাখ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় আট কোটি। উপহারটি চেয়েছিলেন কিম নিজেই। তবে সেটি ছিল ২০১৫ সালের নভেম্বরের কথা। আর উপহার তার স্বামী তাকে দিয়েছেন ডিসেম্বরে তাদের সন্তান জন্ম হবার পর। যাতে এটি স্মরণীয় হয়ে থাকে।
Related Posts
Comments
comments