পুরো রাত পার্কিং লটে কাটালেন ব্রিটনি !!!
মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ারসের প্রাক্তন ম্যানেজার কয়েকদিন আগে এক অজানা তথ্য ফাঁস করেছেন। গায়িকার মাদকাসক্তি সমস্যার কথা প্রকাশ করে মিডিয়াতে হইচই ফেলে দিয়েছেন স্যাম লুৎফি নামের সেই ম্যানেজার। তিনি জানালেন, একসময় তার নেশার আসক্তি এত বেড়ে গিয়েছিল, যে কারণে একবার নাকি পার্কিং লটে ঘুমিয়ে পড়েছিলেন পপ তারকা।

ব্রিটনির নামে একটি মামলা করেছিলেন সাবেক ম্যানেজার স্যাম। মামলায় উল্লেখ, ব্রিটনি সেই ম্যানেজারের পাওনা পরিশোধ করেন নি। তাই আদালতের শরণাপন্ন স্যাম গায়িকার মাদকাসক্তির কথা উল্লেখ করে ঘটনাটি বর্ণনা করেন।
সংবাদ মাধ্যমের সূত্রে জানা যায়, স্যাম বলেছেন, ২০০৭ সালে ছেলের কাস্টডির আইনি লড়াইয়ে হেরে যান ব্রিটনি। সেদিন অবসাদগ্রস্ত এই তারকা অতিরিক্ত নেশা করে একটি পুরো রাত পার্কিং লটে কাটান। স্যাম আরও জানান, পুরোটা সময় তিনি ব্রিটনির সঙ্গেই ছিলেন। পরে সকালে বাড়ি ফিরে যান পপ তারকা।
সৌজন্যে – নিউজবিডি৭১
Related Posts
Comments
comments