কথা দিয়ে কথা রাখলেন তারানা হালিম !!!
কথা দিলেছিলেন বাঁধ নির্মাণ করে রক্ষা করবেন যমুনা নদীর ভাঙ্গন। সেই কথারই প্রতিফলন দেখছেন টাঙ্গাইলবাসী।কথা রেখেছেন তারানা হালিম।
১২২ কোটি টাকা ব্যয়ে সাড়ে ০৭ কি.মি. দীর্ঘ টাঙ্গাইলের নাগরপুর (শাহজানী, আটাপাড়া, মারমা, ধলাই)-চৌহালী যমুনা নদীর ভাঙ্গন রক্ষা বাঁধ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী তারানা হালিম।
এর ফলে দীর্ঘদিনের ভাঙ্গনের কবল থেকে রক্ষা পেল এলাকাবাসী। হাজার হাজার মানুষের সংবর্ধনা অার ভালোবাসায় সিক্ত হলেন এই জনপ্রিয় প্রতিমন্ত্রী।
তারানা হালিম বলেন, আমি কথা দিয়েছিলাম এইখানে বাঁধ নির্মাণ করা হবে। আজ সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হয়েছে।পর্যায়ক্রমে আপনাদের সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য যা যা করণীয় তাই করা হবেও তিনি আশ্বস্ত করেন।
তিনি বলেন, এই সরকার আপনাদের সরকার। জনগণের সরকার। আপনাদের কল্যাণে সরকার সবরকম চেষ্টা চালিয়ে যাবে।
পরে স্থানীয় গণ সংবর্ধনা ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি স্থানীয় জনগণের অভাব-অভিযোগও মন দিয়ে শোনেন।