পুরো বিষয়টাই আমার কাছে হাস্যকর: পরী মনি
পরী মনি। হালের ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত নায়িকা। তাকে নিয়ে গুঞ্জন, সমালোচনার যেন শেষ নেই। সিনেমায় নিজের এখনো সুদৃড় কোন অবস্থান তৈরী করতে না পারলেও সংখ্যার বিচারে সর্বাধিক সিনেমার নায়িকা এখন তিনিই। সম্প্রতি ফেসবুকে এ নায়িকার অতীত জীবনের কিছু ছবি প্রকাশিত হয়ে পড়ায় সরগরম সিনেপাড়া ও দর্শকমন। কিন্তু পরিমনি হেসেই উড়িয়ে দিচ্ছেন তাকে নিয়ে যতো গুঞ্জন আর সমালোচনা। সোমবার সন্ধ্যায় কথা হল তার সঙ্গে…



মিডিয়ায় খুব ঝড় যাচ্ছে আপনার অতীত নিয়ে। কি বলবেন?
নিজেকে সুপারস্টার বলছেন আপনি। কিন্তু হল রিপোর্ট বলছে আপনার ছবিগুলোর বেশিরভাগই এখনো ব্যবসায়িকভাবে সফল নয়। কী বলবেন?








