৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার

Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Search in posts
Search in pages
Filter by Categories
Uncategorized
ইসলামী জীবন
ঔষধ ও চিকিৎসা
খাদ্য ও পুষ্টি
জানুন
নারীর স্বাস্থ্য
পুরুষের স্বাস্থ্য
ভিডিও
ভেসজ
যৌন স্বাস্থ্য
রান্না বান্না
লাইফ স্টাইল
শিশুর স্বাস্থ্য
সাতকাহন
স্বাস্থ্য ও সৌন্দর্য
স্বাস্থ্য খবর

সেক্স-এর পরে মনখারাপ কি স্বাভাবিক? কেন মনখারাপ হয়?

যৌনতা তো আনন্দ, পূর্ণতার ব্যাপার। কিন্তু তা সত্ত্বেও কেন মনখারাপি মেঘ ঘিরে ধরে চার পাশে? কখনও ভেবে দেখেছেন, যে জিনিসের হাত ধরে পূর্ণতা আসার কথা, সে জিনিস কেন শূন্যতা এনে দিল?

সম্প্রতি বেশ কয়েকটি গবেষণায় দেখা গিয়েছে যে, শুধু মনখারাপই নয়, সেক্স-এর পরে রাগ, বিরক্তি, হতাশার মতো অনেক কিছুই আসতে পারে। তবে এ ক্ষেত্রে ধরে নিতে হবে, এই যৌনতা হবে সম্মতিসূচক।

মনোবিদরা বলছেন, সম্মতিতে যৌনতার নানা দিক রয়েছে। পরকীয়া থেকে যে যৌনতার জন্ম, তাতে স্বাভাবিকভাবেই অপরাধবোধ লেগে থাকে। যৌনতার পরে উত্তেজনা কমলে, শরীরে বিবিধ হরমোনের দৌড় থামলে শুরু হয় বিবেকের কাজ। তা থেকে কান্না আসা স্বাভাবিক।

এই বিষয়গুলোর উপর ভিডিও বা স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি ঠিকানা: – YouTube.com/HealthDoctorBD

আবার, অতিরিক্ত ভালবাসা-প্রসূত যৌনতার সঙ্গেও কান্নার সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। ব্যাপারটি কীরকম? বলা হয়, অনেক ক্ষেত্রেই যৌনতাকে প্রেমের পূর্ণতা হিসেবে ধরে নেওয়া হয়। সেই পূর্ণতা আসে শরীরে, মনে। যা উপচে পড়ে চোখের লোনা জয় হয়ে।

এ ছাড়াও আসে আর একটি বিষয়। সেটা হল প্রত্যাশা এবং বাস্তবের মধ্যে সামঞ্জস্য না-থাকা। এ ক্ষেত্রে বলা হয়, অনেকেই হয়তো একটি সম্পর্কে জড়িয়েছেন। স্বাভাবিক, জৈবিক চাহিদা মেনে সম্পর্কে শরীর এসেছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে কেউ শরীরের জন্য প্রস্তুত নন। চোখে জল আসার এ-ও এক কারণ।

আর একটি কারণ ভয়। সম্পর্কে যৌনতা এসে যাওয়ার অর্থ বিবিধ বাধ্যবাধকতার গণ্ডিতে বাঁধা পড়া। এই অবস্থায় সম্পর্ক ভেঙে গেলে কী হবে, সে চিন্তা স্বাভাবিক। ভয়ে চোখের জল আসা আরও স্বাভাবিক।

Comments

comments