পুরুষের শরীরিক ঘ্রাণেই বেশি আকৃষ্ট হন নারীরা
আপনি দেখতে সুন্দর কিনা, তা তো আর আপনার হাতে নেই। তবে বাকি বেশ কিছু এমন ‘ফ্যাক্টর’ রয়েছে যা একজন পুরুষকে নারীদের কাছে আকর্ষণীয় করে তুলতে পারে।
ডেটিং সাইট ‘ভিক্টোরিয়া মিলান’ এক সমীক্ষা চালায়, যেখানে ৫০০০-এরও বেশি এমন মানুষ অংশগ্রহণ করেন যারা প্রত্যেকেই বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত। ১২ দেশের নারী-পুরুষ এই সমীক্ষার অংশ ছিলেন। এবং সমীক্ষার মূল বিষয় ছিল ‘শরীরের গন্ধ’। অর্থাৎ, প্রত্যেক মানুষেরই এক নিজস্ব গন্ধ রয়েছে যা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে বা বিকর্ষণ করে।
এই বিষয়গুলোর উপর ভিডিও বা স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি ঠিকানা: – YouTube.com/HealthDoctorBD
সমীক্ষার তথ্য অনুয়ায়ী, মোট অংশগ্রহণকারী নারীদের মধ্যে ৫৩% জানিয়েছেন যে তাদের এমন পুরুষ পছন্দ, যারা কোনো পারফিউম ব্যবহার করেন না। অন্য এক তথ্যে দেখা গেছে যে, ৭৮% নারীই অপছন্দ যে সব পুরুষের গায়ে দুর্গন্ধ রয়েছে। আপনি কী জানেন আপনার খাদ্যাভ্যাসই বলে দেবে আপনার শরীরী ঘ্রাণ কেমন হবে।
এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা একটি সমীক্ষা চালিয়ে দেখেছেন, যে সব পুরুষরা অধিক পরিমাণে শাক-সবজি ও ফল খান, তাদের শরীরী ঘ্রাণেই বেশি আকৃষ্ট হন নারী। যারা বেশি শাক-সবজি খান, তাদের ত্বকে ক্যারোটেনয়েড বেশি মাত্রায় জমা হয়। ত্বকে ক্যারোটেনয়েডের মাত্রাই শরীরী ঘ্রাণে পার্থক্য গড়ে।
বিজ্ঞানীদের মতে, বিবর্তনের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে গেলে মানবদেহ থেকে নিঃসৃত ঘাম স্বাস্থ্য নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। একই সঙ্গে তা সঙ্গী খুঁজতেও বহুলাংশে সাহায্য করে থাকে।