৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার

Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Search in posts
Search in pages
Filter by Categories
Uncategorized
ইসলামী জীবন
ঔষধ ও চিকিৎসা
খাদ্য ও পুষ্টি
জানুন
নারীর স্বাস্থ্য
পুরুষের স্বাস্থ্য
ভিডিও
ভেসজ
যৌন স্বাস্থ্য
রান্না বান্না
লাইফ স্টাইল
শিশুর স্বাস্থ্য
সাতকাহন
স্বাস্থ্য ও সৌন্দর্য
স্বাস্থ্য খবর

লকডাউনে শিশুদের অতিরিক্ত শাসন বিপদ ডেকে আনবে

করোনাভাইরাসে সৃষ্ট মহামারি মোকাবেলায় লকডাউন চলছে বিশ্বের অনেক দেশে।এ অবস্থায় বাড়ির বাইরে যেতে না পেরে ছোট থেকে বড় সকলেরই মনের ওপর সাংঘাতিক চাপ পড়ছে। বাড়ছে ‘ডিপ্রেশন’র মতো সাংঘাতিক মানসিক সমস্যা।এমনটাই জানিয়েছেন মনোবিদরা। তবে পাশাপাশি তাঁরা এটাও জানিয়েছেন, এই ঘরবন্দি দশার সব থেকে খারাপ প্রভাব পড়ছে শিশু মনের ওপর। তাই এই লকডাউনের আবহে শিশুদের অতিরিক্ত শাসন বা বকাঝকা করা একেবারেই উচিত নয়, এমনটাই মত বিশেষজ্ঞ মহলের।

বিশেষজ্ঞদের দাবি, আমাদের কোনও কিছুই একভাবে বেশিদিন ভালো লাগে না। যেমন একভাবে কোনও ছুটি ছাড়া কাজ করতে ভালো লাগে না, ঠিক তেমনই অতিরিক্ত ছুটিও আমাদের নাপাসন্দ। এই মুহূর্তে ঘর বন্দিদশায় অতিরিক্ত ছুটি উপভোগ করতে করতে আমরা সকলেই ক্লান্ত। এক্ষত্রে শিশুদের অবস্থা সবথেকে খারাপ। কারণ তারা না পাচ্ছে এই পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিতে, না নিজেদের স্বাভাবিক জীবন উপভোগ করতে।

এমতাবস্থায় যদি তাদের অতিরিক্ত শাসন করা হয় কিংবা পড়াশোনার অতিরিক্ত বোঝা তাদের উপর চাপিয়ে দেওয়া হয় তাহলে তার সরাসরি প্রভাব পড়বে তাদের মনের উপর। এক্ষেত্রে তাদের মধ্যে ডিপ্রেশনের মতো সাংঘাতিক মানসিক রোগ বাসা বাঁধতে পারে। আবার পড়াশোনার জন্য বেশি জোরাজুরি করলে তারা পড়াশোনার উপর থেকেও আগ্রহ হারিয়ে ফেলতে পারে।

এক্ষেত্রে সবসময় শাসন না করে বন্ধুর মতো তাদের সঙ্গে মেশার পরামর্শ দিচ্ছেন মনোবিদরা। এই মুহূর্তে তাদের জীবনে সবথেকে বেশি অভাব বন্ধুদের। স্কুল, কলেজ বন্ধ থাকায় বন্ধুদের সাথে দেখাশোনা, খেলা সবই বন্ধ।

আর তাই মনোবিদদের পরামর্শ, এই মুহূর্তে বাবা-মাকেই সেই অভাব দূর করতে হবে। অহেতুক শাসন না করে খেলার ছলে বন্ধুর মতো মিশে বর্তমান ভয়াবহ পরিস্থিতিটা তাদের বোঝাতে হবে।

তবেই তারা এই অস্বাভাবিক পরিস্থিতিতে স্বাভাবিক জীবনের রসদ খুঁজে পাবে।

Comments

comments