১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, মঙ্গলবার

Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Search in posts
Search in pages
Filter by Categories
Uncategorized
ইসলামী জীবন
ঔষধ ও চিকিৎসা
খাদ্য ও পুষ্টি
জানুন
নারীর স্বাস্থ্য
পুরুষের স্বাস্থ্য
ভিডিও
ভেসজ
যৌন স্বাস্থ্য
রান্না বান্না
লাইফ স্টাইল
শিশুর স্বাস্থ্য
সাতকাহন
স্বাস্থ্য ও সৌন্দর্য
স্বাস্থ্য খবর

এক রাতের জন্য কত টাকা, উত্তরে যা বললেন স্বস্তিকা

স্বস্তিকা মুখার্জি খোলামেলা অভিনয়ের পাশাপাশি বেফাঁস মন্তব্যের জন্য বারবার আলোচনায় এসেছেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় তার দিকে ধেয়ে আসে ‘কুরুচিকর’ কথাবার্তা। এবার এক টুইটার ব্যবহারকারীর ‘কুরুচিকর’ প্রশ্নের উত্তর দিয়ে আলোচনায় এসেছেন স্বস্তিকা।

ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তন্ময় ঘোষ নামের এক টুইটার ব্যবহারকারী স্বস্তিকাকে প্রশ্ন করেন, ‘এক রাতের জন্য কত টাকা নেন?’ তার এমন প্রশ্নের উত্তর দিতে সময় নেননি এই অভিনেত্রী।

ওই টুইটের উত্তরে স্বস্তিকা লিখেন, ‘স্যার, আপনার সেই সামর্থ্য নেই। আপনি কল্পনা করতে পারেন কেবল বিনামূল্যে। তাই সেই চেষ্টাই করুন।
স্বস্তিকার এই টুইটের নিচে বহু মানুষ যেমন অভিনেত্রীর উত্তরের প্রশংসা করেছেন, তেমনি অনেকেই তন্ময় ঘোষ নামে ওই ব্যক্তিকে আক্রমণ করেছেন। কেউ বলেছেন, ‘আপনার চিকিৎসার প্রয়োজন আছে। আশা করি তাড়াতাড়ি সুস্থ হবেন।
আরেকজন লিখেছেন, ‘স্বস্তিকা আপনাকে ভালোবাসি। আপনার ব্যক্তিত্ব আমাদের মুগ্ধ করে।’
কিছুদিন আগেই ফেসবুকে নিজের দুটি ছবি শেয়ার করেছিলেন স্বস্তিকা। মেকআপহীন সেই ছবি দিয়ে স্বস্তিকা লিখেছিলেন, ‘Grey Matters And yes call me old, old is sexy and I know it’.
অভিনেত্রীর অনেক ভক্তই সেই ছবির প্রশংসা করলেও রাম বণিক নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেন, ‘অভিনেত্রী কম, যৌনকর্মী বেশি লাগে আপনাকে।’
সেই কমেন্টের পরই অনেকেই অবশ্য তুমুল সমালোচনা করেন এই ধরনের কুরুচিকর বক্তব্যের। কিছুটা সময় নিয়ে স্বস্তিকাও জবাব দেন।
ওই কমেন্টের রিপ্লাই সেকশনেই স্বস্তিকা লেখেন, ‘থ্যাংক ইউ রাম বাবু। ওরা তো খেটে খাওয়া মানুষ, ওদের মতো দেখতে লাগা সম্মানের ব্যাপার। আপনি নিজের চিন্তাধারা ওদের মতো বড় করুন, দেখবেন আপনার নিজেকে নিয়ে গর্ব হবে। অল দ্য বেস্ট।

Comments

comments