অতিরিক্ত পর্ন দেখলে শরীরে যে ৫ প্রভাব পড়ে
২. একজনের একাধিক অভ্যাস আস্তে আস্তে বদলে দিতে পারে পর্ন। নিয়মিত ও অতিরিক্তমাত্রায় পর্ন দেখলে শরীরে হেলুসিনেশন কাজ করতে পারে। যার ফলে যে কোনো বস্তু, বিষয় বা নাম মস্তিস্কে ধরে রাখতে অনেক সময় লাগবে।
৩. পর্ন দেখলে খুব স্বাভাবিকভাবেই একজন উত্তেজিত হতে পারেন। সেক্ষেত্রে আপনার সঙ্গীকে অন্যভাবে কল্পনা করে থাকবেন। এমন অবস্থায় পৌঁছলে খুব স্বাভাবিকভাবেই প্রিয়জনের সঙ্গে আপনার দূরত্ব তৈরি হবে।
৪. গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত পর্ন দেখার প্রবণতা ভয়ঙ্করভাবে মানুষের স্মৃতিশক্তির উপর প্রভাব ফেলে। অনেক সামান্য বিষয়ই তখন মাথা থেকে বেরিয়ে যেতে পারে। কারণ পর্ন যে পরিমাণে স্নায়ুকে নিয়ন্ত্রণ করে এবং এর উপর চাপ সৃষ্টি করে চলে, তাতে স্মৃতির ক্ষতি হতে পারে।
৫. নিয়মিত পর্ন দেখতে শুরু করলে একটা নির্ভরশীলতা তৈরি হতে শুরু করে। শারীরিক কোনো চাহিদা তৈরি না হলেও একটা নির্দিষ্ট সময় অন্তর শরীর উত্তেজিত হতে চাইবে। অর্থাৎ,পর্ন দেখা এমন এক অভ্যাসে পরিণত হবে, যার ফলে নিজের শরীর ও মনের উপর একজন চাইলেও আর কোনো ভাবেই নিয়ন্ত্রিত করতে পারবে না।