৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার

Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Search in posts
Search in pages
Filter by Categories
Uncategorized
ইসলামী জীবন
ঔষধ ও চিকিৎসা
খাদ্য ও পুষ্টি
জানুন
নারীর স্বাস্থ্য
পুরুষের স্বাস্থ্য
ভিডিও
ভেসজ
যৌন স্বাস্থ্য
রান্না বান্না
লাইফ স্টাইল
শিশুর স্বাস্থ্য
সাতকাহন
স্বাস্থ্য ও সৌন্দর্য
স্বাস্থ্য খবর

প্রেমিকের সাথে ডেটিং করতে যাবেন!!! জেনে নিন কিছু অসাধারন টিপস

প্রেম করছেন, অথচ প্রেমিকের সঙ্গে ডেটিং-এ যাবেন না তা কি করে হয়! প্রায় সময়ই ডেটিং-এ যেতে মন চায় সবার। তবে এই ডেটিং-এর কিছু সাধারণ নিয়ম আছে। আপনার প্রেমিক নিশ্চয় অনেক আপন, কিন্তু তাই বলে আপনার সব আচরণ বা সবকিছু তার ভালো লাগবে এমন কোনো কথা নেই। এমন কিছু থাকে যা প্রেমিকের ভালো নাও লাগতে পারে। আবার এমন কিছু বিষয় আছে, যা সামাজিক বা অন্য কোনো কারণে মেনে চলা প্রয়োজন। হ্যাঁ, এই লেখায় থাকছে এমনই কিছু টিপস-

ক. মেকআপ: মেকআপ মেয়েদের খুব পছন্দ। কিন্তু আপনি কি জানেন, পুরুষরা প্রেমিকার মেকআপ অপছন্দ করেন? হ্যাঁ, গবেষণায় এমনটাই উঠে এসেছে। কোনো প্রেমিক চায় না যে, তাঁর প্রেমিকার সাজ পোশাক অন্য পুরুষকে আকর্ষণ করুক। কাজেই প্রেমিকের সাথে দেখা করতে গেলে কখনোই অতিরিক্ত মেকআপ আর উজ্জ্বল সাজসজ্জা নিয়ে যাবেন না।

খ. পোশাক: এমন কোন পোশাক পরে যাবেন না, যা সামাজিকভাবে আপত্তিকর এবং আশেপাশে সবার যৌন উত্তেজনার খোরাক যোগায়। একই সাথে মনে রাখবেন, আপনার প্রেমিক বিষয়টি অপছন্দ করেন।

গ. খাবার: একত্রে দুজন কোথাও গেলে এক গাদা অপ্রয়োজনীয় খাবার অর্ডার করে বসবেন না। যেটুকু প্রয়োজন পড়ে সেটুকই করুন। প্রেমিকের পকেটের দিকটার দিকে খেয়াল রাখুন। সম্ভব হলে বিল শেয়ার করার চেষ্টা করুন, এ্টাই সবচেয়ে উত্তম পন্থা।

ঘ. রুম ডেটিং: আপনাদের মধ্যকার সম্পর্ক যতই গভীর হোক না কেন, প্রেমিকের সাথে রুম ডেটে যাবেন না কখনোই। যারা নিজের প্রেমিকাকে সম্মান করেন, তারা কখনোই আপনাকে রুম ডেট করার আহ্বান করবেন না। আর যদি এই প্রেমিকার সাথে বিয়েও হয়, বিয়ের পর এটা নিয়ে কথা শুনতেই হবে।

ঙ. নিরাপত্তা: খু্ব ঘনিষ্ঠ হওয়ার পরও প্রেমিকের সাথে এমন কোথাও যাবেন না, যেখানে আপনার নিরাপত্তার অভাব রয়েছে। নির্জন কোন স্থান, পার্ক এসব জায়গায় যাওয়া থেকে বিরত থাকুন। দিনকাল ভালো নয়, সবখানেই বাজে লোকজনের অভাব নেই।

চ. ঘনিষ্ঠতা: আমরা বা আমাদের দেশ যতই আধুনিক হই না কেন, মনে রাখবেন এটি বাংলাদেশ। পথে-ঘাটে হাত ধরাধরা হাঁটা পর্যন্ত ঠিক আছে, পাবলিক প্লেসে এর চেয়ে খুব বেশি ঘনিষ্ঠ হবেন না। এতে লোকে আপনাকেই খারাপ হিসেবে বিবেচনা করবে।

ছ. শপিং:-প্রেমিকের সাথে ডেট করতে যাওয়া মানে, অপ্রয়োজনীয় এতগুলো শপিং করে প্রেমিকের টাকা খরচ করা নয়। এমনকি নিজের টাকা হলেও ডেট করতে গিয়ে শপিং করবেন না। সাধারণত ছেলেরা এতে বিরক্ত হয়। অন্য সময় শপিং করুর সময় নিন।

জ. অন্যদিকে আড্ডা: ডেট করতে গিয়ে অন্য কারো সঙ্গে আড্ডা জুড়ে দেয়া থেকে বিরত থাকুন। পরিবারের বাইরে যে-ই ফোন করুক, তাঁর সাথে পরে কথা বলবেন। দেকা করার সময়টুকু একান্তই আপনাদের আপন করে রাখুন।

ঝ. ঝগড়া: প্রেমিক-প্রেমিকার মধ্যকার ঝগড়া খুব স্বাভাবিক ব্যাপার। তবে ডেট করতে গিয়ে পাবলিক প্লেসে ঝগড়া জুড়ে দেবেন না কখনোই। সর্বোচ্চ সাবলিল থাকুন দুজনই।

ঞ. অন্যের প্রশংসা: প্রেমিকার সামনে কখনোই অন্য কোনো ছেলের প্রশংসা করবেন না। পুরুষরা প্রেমিকের মুখের এই প্রশংসাকে মারাত্মকভাবে অপছন্দ করেন। সুস্থ-সুন্দর মানসিকতাই পারে একটি সম্পর্ক দীর্ঘায়িত করতে। দুজনই মানসিকভাবে স্বস্তিতে থাকতে পারেন সবসময় এমন ভাবনা নিয়েই সঙ্গে চলুন

Comments

comments