৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রবিবার

Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Search in posts
Search in pages
Filter by Categories
Uncategorized
ইসলামী জীবন
ঔষধ ও চিকিৎসা
খাদ্য ও পুষ্টি
জানুন
নারীর স্বাস্থ্য
পুরুষের স্বাস্থ্য
ভিডিও
ভেসজ
যৌন স্বাস্থ্য
রান্না বান্না
লাইফ স্টাইল
শিশুর স্বাস্থ্য
সাতকাহন
স্বাস্থ্য ও সৌন্দর্য
স্বাস্থ্য খবর

গাঁজাসেবীরা করোনায় আক্রান্ত হলে বাঁচার সম্ভাবনা কম

করোনাভাইাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বব্যাপী চলছে লকডাউন। একরকম বন্দি দশায় কাটছে পৃথিবীর অর্ধেকের বেশি মানুষের জীবন। এই মানসিক চাপ থেকে মুক্তি পেতে অনেকে হয়তো গাঁজার শরণাপন্ন হতে পারেন। বিশেষ করে পশ্চিমের অনেক দেশে গাঁজা সেবনে কোনো বিধিনিষেধ নেই। তবে চিকিৎসকরা বলছেন, ‘করোনাভাইরাসের মহামারির এই সময়ে গাঁজা সেবনের আগে দুইবার ভাবুন।’ খবর সিএনএনের।

গাঁজা সেবনকারী কেউ যদি করোনাভাইরাসে আক্রান্ত হন তাহলে তার ঝুঁকি অন্য অনেকের চেয়ে বেশি।

যুক্তরাষ্ট্রের শ্বাসতন্ত্র ও ফুসফুসের রোগের চিকিৎসক ডা. আলবার্ট রিজ্জো বলেন, সিগারেট ও গাঁজা সেবনের ফলে শ্বাসযন্ত্রে একই রকম প্রদাহের সৃষ্টি হয়। এমন অবস্থায় যদি করোনাভাইরাসে কেউ আক্রান্ত হন, তাহলে বিপজ্জনক পরিস্থিতির তৈরি হতে পারে।

নভেল করোনাভাইরাস মূলত ফুসফুসের অসুখ। এ ভাইরাস সাধারণত ফুসফুসে সংক্রমণ তৈরি করে। এক পর্যায়ে রোগী শ্বাসকষ্টে ভুগতে থাকেন। এই কারণেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, যারা দীর্ঘদিন ধরে নিয়মিত গাঁজা সেবন করছেন তারা বেশি ঝুঁকিতে রয়েছেন। কারণ এতে শ্বাসতন্ত্র নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। যা সরাসরি ফুসফুসের ওপর প্রভাব ফেলে।

গাঁজা সেবনের ফলে একজন ব্যক্তি শারীরিকভাবে অতিরিক্ত দুর্বল হয়ে পড়তে পারেন। তিনি যদি করোনাভাইরাসে আক্রান্ত হন এবং তাকে যদি হাসপাতালে নিবিড় চিকিৎসাও দেওয়া হয় তাতেও তার বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে তার বয়স যাই হোক না কেন।

সূত্র: সমকাল

Comments

comments