৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, মঙ্গলবার

Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
Filter by Categories
Uncategorized
ইসলামী জীবন
ঔষধ ও চিকিৎসা
খাদ্য ও পুষ্টি
জানুন
নারীর স্বাস্থ্য
পুরুষের স্বাস্থ্য
ভিডিও
ভেসজ
যৌন স্বাস্থ্য
রান্না বান্না
লাইফ স্টাইল
শিশুর স্বাস্থ্য
সাতকাহন
স্বাস্থ্য ও সৌন্দর্য
স্বাস্থ্য খবর

অ্যাপেনডিসাইটিসের কারণ ও লক্ষণ

বৃহদান্ত্র এবং ক্ষুদ্রান্ত্রের সংযোগস্থলে বৃহদান্ত্রের সঙ্গে যুক্ত একটি ছোট থলির মতো অঙ্গ। তেমন কোনো কাজে না আসা এই অঙ্গটির কারণে বিশ্বের প্রায় ৫ শতাংশ মানুষ প্রাণ সংশয়ে থাকে। আর অ্যাপেন্ডিক্সের এই সমস্যাটিই অ্যাপেনডিসাইটিস।

সময় মতো অস্ত্রোপচার না করলে বা সমস্যা ধরা না পড়লে অ্যাপেনডিসাইটিসের কারণে মৃত্যুও হতে পারে। সেজন্য চিকিৎসা বিজ্ঞানে একে ‘সার্জিক্যাল এমার্জেন্সি’ হিসেবে ব্যাখ্যা করা হয়। তাই অ্যাপেনডিসাইটিসের সমস্যা অবহেলা করা উচিত নয়। যত দ্রুত এ সমস্যা রোধ করা উচিৎ।

যেভাবে অ্যাপেনডিসাইটিস হয়: কোনও কারণে অ্যাপেন্ডিক্সে খাদ্য বা ময়লা ঢুকে গেলে সেখানে রক্ত ও পুষ্টির অভাব দেখা দেয়। সেখানে নানা জীবাণুর আক্রমণে সংক্রমণ ছড়িতে পড়ে। ফলে অ্যাপেনডিক্সে ব্যথা শুরু হয়।

এই বিষয়গুলোর উপর ভিডিও বা স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি ঠিকানা: – YouTube.com/HealthDoctorBD

অ্যাপেনডিসাইটিস লক্ষণসমূহ:

১। পেটে ব্যথা হয়। সাধারণত, নাভির কাছ থেকে শুরু হয়ে পেটের ডান দিকের নিচের দিকে ব্যথা ছড়িয়ে পড়ে।২। বমি বমি ভাব। ৩। বমি হওয়া। ৪। ক্ষুধামন্দা। ৫। কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া। ৬। জ্বর থাকতে পারে। তবে এ ক্ষেত্রে শরীরের তাপমাত্রা খুব বেশি হয় না। ৭। অ্যাপেন্ডিক্স কোনও কারণে ফেটে গেলে সারা পেট জুড়ে সাংঘাতিক ব্যথা অনুভূত হয়। পেট ফুলে ওঠে।

অ্যাপেন্ডিক্স যত দ্রুত সম্ভব অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলে উচিৎ। অস্ত্রোপচারের ভয়ে অনেকে হাসপাতালে যেতে চান না। কিন্তু জটিলতা এড়াতে পেটে ব্যথা তীব্র ও স্থায়ী অথবা থেকে থেকে হলে রোগীকে শক্ত খাবার দেওয়া থেকে বিরত থাকুন। সেই সঙ্গে মুখে খাবার দেওয়া বন্ধ রাখুন।

ভাতের মাড়ে যে উপকারিতা রয়েছে তা জানলে আজ থেকেই ব্যবহার করবেন

যতই ফাস্ট ফুডের রমরমা থাকুক, বাঙালির এক বেলা ভাত না হলে চলে না। আর ভাত রান্না করলে ভাতের মাড় তো পাওয়া যাবেই। ভাতের মাড় ব্যবহার সাধারণত কাপড় কাচার জন্য ব্যবহার করা হয়। কিন্তু ভাতের মাড়ের রয়েছে আরও অনেক গুণ।

একটি জাতীয় হেলথ ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, রূপচর্চার ক্ষেত্রেও ভাতের মাড়ের জুড়ি মেলা ভার। জেনে নিন ভাতের মাড় ব্যবহার করলে রূপচর্চায় কী কী উপকার পাবেন!

মশ্চেরাইজার হিসেবে ভাল কাজ করে ভাতের মাড়। ত্বককে হাইড্রেটেড রাখে। ভাতের মাড় দিয়ে ধুলে ত্বক পরিষ্কার হয়। ত্বকের কালচে ভাব দূর হয়। ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে এবং ত্বক নরম হয়। বলিরেখা ও ডার্ক সার্কেল দূর হয়। ব্রণ ও অ্যাকনে এড়ানো যায়। চুলের কন্ডিশনার হিসেবেও ভাল কাজ করে ভাতের মাড়।

Comments

comments