জেনে নিন মানসিক রোগের লক্ষণসমূহ
মানসিক রোগ হলো মস্তিষ্কের এক ধরনের রোগ। এ ধরনের অসুস্থতায় মানুষের আচার আচরণ কথা-বার্তা চিন্তা-ভাবনা অস্বাভাবিক হয়ে যায়৷ পৃথিবীতে যত রোগ আছে তার চেয়ে ভয়ঙ্কর রোগ হলো মানসিক রোগ। আমরা অনেক সময় দেখেছি মানসিক রোগে আক্রান্ত হওয়ার কারণে মা তার সদ্য জন্ম নেয়া শিশুকে মেরে ফেলে।
এই রোগ এত ভয়ঙ্কর যে এই রোগে আক্রান্ত ব্যক্তি নিজেকে পর্যন্ত শেষ করে দিতে পারে। এমন অনেক ঘটনা রয়েছে মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার কারণে আত্মহত্যার ঘটনা ঘটে। আজ মানসিক রোগে আক্রান্ত রোগের কিছু লক্ষণ সম্পর্কে আলোচনা করা হলো। আসুন জেনে নেই মানসিক রোগের সেসব লক্ষণ।
বাইপোলার ডিজঅর্ডার বা সিজোফ্রেনিয়ার মতো মানসিক সমস্যাগুলো তীব্র আকারে যাদের আছে, তাদের কিন্তু স্থূলতা বা মুটিয়ে যাবার প্রবণতা থাকে। তাই দ্রুত মোটা হওয়ার বিষয়টা হালকাভাবে নিলে বিপদে পড়বেন। এছাড়াও হঠাৎ ওজন কমে যাওয়াটাও মানসিক রোগের লক্ষণ। শুধু তাই নয় বমি বমি ভাবও মানসিক রোগের আরেকটি লক্ষণ।
দীর্ঘস্থায়ী সাইনাস সমস্যায় ভুগলে আপনি বুঝবেন আপনি মানসিক রোগে আক্রান্ত। যাদের দীর্ঘমেয়াদী শারীরিক ব্যথা আছে, তারা বিভিন্ন মানসিক সমস্যায় ভোগার ৩ গুণ বেশি ঝুঁকির মধ্যে থাকেন। আবার যারা বিষণ্ণতায় ভোগেন, তাদের শরীরে দীর্ঘমেয়াদী ব্যথা শুরু হবার সম্ভাবনা সাধারণের চেয়ে ৩ গুণ বেশি থাকে।
চিন্তাশক্তি নষ্ট হয়ে যাওয়ায় সামাজিক পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে পারে না এবং সমাজ থেকে পৃথক হয়ে যায়। অন্যেরা তার সব চিন্তা-ভাবনা টের পেয়ে যাচ্ছে বলে মনে করতে থাকবে মানসিক রোগো আক্রান্ত ব্যক্তিরা।
শারীরিক দুর্বলতা, টাইফয়েড, সিফলিস, মাথায় আঘাতজনিত প্রদাহ, অল্প বয়সে পুষ্টিহীনতা, ভিটামিনের অভাব, বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে মানসিক রোগ হতে পারে।
অতি চঞ্চলতা, প্রলাপ বকা, বিক্ষুব্ধ অথবা আক্রমানত্তক আচরন, জিনিসপত্র ভাংচুর করা ইত্যাদি মানসিক রোগের লক্ষণ।