গলায় মাছের কাঁটা? জেনে নিন সহজ সমাধান
অনেকেই মাছের কাঁটা দূর করার সহজ উপায় হিসাবে এক দলা সাদা ভাত না চিবিয়ে গিলে নেন। নরম ছোট কাঁটা এতে অনেক সময় নেমে যায়। আরও কিছু ঘরোয়া উপায়ে গলা থেকে সরানো যায় মাছের কাঁটা। জানেন?
১. জলের সঙ্গে মিশিয়ে নিন ভিনিগার। ভিনিগার কাঁটাকে নরম করে দেয়। তাই এই মিশ্রণ খেলে কাঁটা সহজেই নেমে যায়।
২. গলায় কাঁটা আটকালে হালকা গরম জলে একটু লেবু নিংড়ে সেই মিশ্রণ খান, লেবুর অ্যাসিডিক ক্ষমতা কাঁটাকে নরম করে দিতে সক্ষম। ফলে এই মিশ্রণ খেলে কাঁটা নরম হয়ে নামবে সহজে।
এই বিষয়গুলোর উপর ভিডিও বা স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি ঠিকানা: – YouTube.com/HealthDoctorBD
৩. নুনও কাঁটা নরম করে, তবে শুধু নুন না খেয়ে জলে মেশান নুন। একটু গরম করে নিয়ে সেই জলে বেশ খানিকটা নুন মিশিয়ে নিন। সেই নুন-জল খেলে সহজেই নেমে যাবে কাঁটা।
৪. গলায় কাঁটা বিঁধলে দেরি না করে অল্প অলিভ অয়েল খেয়ে নিন। অলিভ অয়েল অন্য তেলের তুলনায় বেশি পিচ্ছিল। তাই গলা থেকে পিছলে নেমে যাবে কাঁটা।
৫. গলায় কাঁটা আটকালে হালকা গরম জলে একটু লেবু নিংড়ে সেই মিশ্রণ খান, লেবুর অ্যাসিডিক ক্ষমতা কাঁটাকে নরম করে দিতে সক্ষম। ফলে এই মিশ্রণ খেলে কাঁটা নরম হয়ে নামবে সহজে।