গ্যাস্ট্রিকে আদা, স্ট্রোকের জন্যে চা
আদা কুচি কুচি করে কেটে পানির মধ্যে ভিজিয়ে চুলায় ১৫-২০ মিনিটের মতো জ্বাল দিন। পানি ফুটানো শেষ হলে নামিয়ে ঠান্ডা করুন। এবার এই মিশ্রণের সঙ্গে পরিমাণমতো মধু মেশান। এই পানীয় দিনে দুই-তিনবার চায়ের মতো করে পান করলে গ্যাস্ট্রিক সমস্যায় ভালো ফল পাওয়া যায়।
স্ট্রোক প্রতিরোধে ‘চা’
নিয়মিত চা পান করলে স্ট্রোক প্রতিরোধ করা যায়। সমীক্ষায় দেখা গেছে, নিয়মিত চা পান করলে ধমনির গাত্রে ফ্যাট জমতে পারে না। এতে স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে আসে।
সূত্র : হেলথলাইন