৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার

Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Search in posts
Search in pages
Filter by Categories
Uncategorized
ইসলামী জীবন
ঔষধ ও চিকিৎসা
খাদ্য ও পুষ্টি
জানুন
নারীর স্বাস্থ্য
পুরুষের স্বাস্থ্য
ভিডিও
ভেসজ
যৌন স্বাস্থ্য
রান্না বান্না
লাইফ স্টাইল
শিশুর স্বাস্থ্য
সাতকাহন
স্বাস্থ্য ও সৌন্দর্য
স্বাস্থ্য খবর

যৌন তৃপ্তির পঞ্চসূত্র…

সুস্থতার পেছনেও সুস্থ ও সফল যৌন জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিজের যৌন জীবনে অসুখী বা অতৃপ্ত মানুষ মানসিক বিকারসহ, হীনমন্যতা, বিষণ্ণতা ইত্যাদিতে আক্রান্ত হয়ে থাকেন। তাই নিঃসন্দেহে যৌন জীবনের ভূমিকা অস্বীকার করার কোনো উপায় নেই। এ বিষয়টি এখন বৈজ্ঞানিকভাবেই প্রমানিত। তাই বলে কি ঘন ঘন সঙ্গী পরিবর্তন করতে হবে? তাতেই কি মিলবে তৃপ্তি? সেটা কিন্তু একদম নয়। বরং একজন মানুষকে সঙ্গী বা সঙ্গিনী হিসাবে বেছে নেয়াটা সুস্থ থাকার জন্য অত্যন্ত জরুরী, কেননা তা আপনাকে দূরে রাখে নানান রকম রোগ বালাই হতে। যৌন জীবনে সফল ও সুখী হতে নতুন সঙ্গীর প্রয়োজন নেই বরং প্রয়োজন যৌনতা সম্পর্কে সঠিক জ্ঞান ও একটুখানি চেষ্টা।

আসুন জেনে নেই সফল ও সুখী যৌন জীবনের পঞ্চসূত্র- সঙ্গী বা সঙ্গিনীকে গভীরভাবে ভালবাসুন যে মানুষটির সাথে আপনি নিজের শরীর বিনিময় করছেন তাকে সত্যিকার অর্থে ভালোবাসা অত্যন্ত জরুরী। যৌন মিলন কেবল একটি শারীরিক ব্যাপার নয় বরং তা অনেকটাই মানসিক। গবেষকরা বলেন, দুজন মানুষের মাঝে যখন ভালোবাসার বন্ধন থাকে তখন তাদের যৌন মিলনটা হয় অনেক বেশী আনন্দময় ও তৃপ্তিদায়ক। সঙ্গী বা সঙ্গিনীর চাহিদার কথা মাথায় রাখুন যৌন মিলনে কেবল নিজের পছন্দ- অপছন্দ বা তৃপ্তির কথাই ভাববেন না বরং সঙ্গীর চাহিদাকেও গুরুত্ব দিন। আপনার পাশাপাশি

এই বিষয়গুলোর উপর ভিডিও বা স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি ঠিকানা: – YouTube.com/HealthDoctorBD

তার পরিতৃপ্ত হওয়াও কিন্তু জরুরী। প্রত্যেকটি মানুষের কিছু শারীরিক চাহিদা থাকে সঙ্গী বা সঙ্গিনীর চাহিদাটি জেনে বা বুঝে নিন। দেখবেন তিনিও আপনার চাহিদা বুঝতে পারছেন। বিশেষ করে অনেক পুরুষই সঙ্গিনীর চাহিদার কথা মাথায় রাখেন না। সঙ্গিনীর চাহিদাকে গুরুত্ব দিন। দেখবেন আপনার মুহূর্তগুলো আরও আনন্দময় হয়ে উঠছে। আর তাতেই তৈরি হবে পারফেক্ট শরীর কাব্য। সুস্থ ও নীরোগ থাকুন সুস্থ ও সুন্দর যৌন জীবনের জন্য সুস্থ ও নীরোগ থাকা জরুরী।

একটু সুস্থ ও ফিট শরীর আপনাকে অনেক বেশী উদ্দীপনা যোগায় ও যৌন জীবনে রাখে কর্মক্ষম। আপনার ওজন কেমন বা শারীরিক গড়ন কেমন, সেটার চাইতেও জরুরী আপনি নীরোগ কিনা। নীরোগ শরীরই উদ্দীপনার আধার। নিজের শরীরের যতœ করুন, তবেই শরীর আপনার আহবানে সাড়া দেবে। সুন্দর পরিবেশ তৈরি করুন শারীরিক মিলন কেবল শরীরের চাহিদা মেটাবার মাধ্যম নয় বরং তা মানসিক শান্তিও যোগায়। তাই নিজের সঙ্গী বা সঙ্গিনীর সাথে অন্তরঙ্গ সময় একটি রোমান্টিক পরিবেশ তৈরি করুন।

স্বল্প আলো, সঙ্গীত, সুন্দর পরিমণ্ডল আপনাদেরকে মানসিকভাবেও উত্তেজিত করে তুলবে। ফলশ্রুতিতে পাবেন একটি তৃপ্তিকর মিলন। কাছের মানুষটির প্রশংসা করতেও ভুলবেন না। এতে আপনারা পরস্পরের আরও কাছাকাছি হতে পারবেন। নিরাপদ থাকুন সন্তান না চাইলে যৌন মিলনে অবশ্যই উপযুক্ত জন্ম নিয়ন্ত্রণ অবলম্বন করুন। এছাড়াও নানান রকম যৌন রোগের ব্যাপারে সতর্ক থাকুন, নিয়মিত চেক আপ করান নিজের ও নিজের সঙ্গীর। এসব ব্যাপার আপনাদেরকে নিরাপদ রাখবে এবং স্বাস্থ্যকর ও পরিপূর্ণ তৃপ্তি দায়ক একটি যৌন জীবন পেতে সহায়তা করবে।

Comments

comments