৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রবিবার

Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Search in posts
Search in pages
Filter by Categories
Uncategorized
ইসলামী জীবন
ঔষধ ও চিকিৎসা
খাদ্য ও পুষ্টি
জানুন
নারীর স্বাস্থ্য
পুরুষের স্বাস্থ্য
ভিডিও
ভেসজ
যৌন স্বাস্থ্য
রান্না বান্না
লাইফ স্টাইল
শিশুর স্বাস্থ্য
সাতকাহন
স্বাস্থ্য ও সৌন্দর্য
স্বাস্থ্য খবর

৮০ শতাংশ পুরুষ প্রথম আলাপেই মহিলাদের বুকের দিকে কেন তাকান

প্রথম আলাপে একজন মহিলা একজন পুরুষের শরীরের ঠিক কোন অংশটিতে দেখেন বলুন তো? পুরুষ-মহিলা নির্বিশেষে সবাই বলবেন ‘মুখের দিকে’। কিন্তু এই একই কথার উলটোটা যদি জিজ্ঞাসা করা হয়, উত্তর দিতে সবাই হিমসিম খাবেন।

মহিলাদের সঙ্গে আলাপ করার সময়ে পুরুষের প্রথম দৃষ্টিটা মুখের দিকে থাকলেও কয়েক সেকেন্ডই চোখ মেপে নেয় শরীর। এর জন্য কোনও সমীক্ষার প্রয়োজন নেই। যাঁরা দেখেন তাঁরাও জানেন, আবার যাঁদের শরীরে চোখ পড়ে তাঁরাও বোঝেন।
অনেক পুরুষ সহবতহীন এবং উদ্ধত, তাঁরা মহিলাদের জানিয়ে-বুঝিয়েই তাঁদের শরীর মাপতে থাকেন প্রথম আলাপেই। অন্যরা দেখেন আড়চোখে কিন্তু শরীরের সম্পদ মেপে নিতে ভুল হয় না।

একটি সাম্প্রতিক সমীক্ষা বলছে প্রায় ৮০ শতাংশ পুরুষ প্রথম আলাপেই মহিলাদের বুকের দিকে তাকান। এক্ষেত্রে পোশাক কোনও বিষয়ই নয়। বরং উন্মুক্ত ক্লিভেজের তুলনায় পোশাকের তলায় ঢেকে রাখা স্তন কেমন, সেই রহস্যই পুরুষকে অনুসন্ধিৎসু করে তোলে। ভারতীয় গণমাধ্যম এবেলা এমন খবর প্রকাশ করেছে।

অবশ্য, একথা কখনওই বলা উচিত নয় যে সব পুরুষই এমন। তবে, ‘এক্সেপশনস অলওয়েজ প্রুভ দ্য রুল’— একথা নিশ্চয়ই বলে দিতে হবে না। স্তন ছাড়াও প্রথম আলাপে পুরুষের চোখ পড়ে মহিলাদের কোমর এবং নিতম্বের গঠনের উপরে।
কেন পুরুষেরা এমনটা করেন, তার মনস্তাত্ত্বিক ব্যাখ্যা অবশ্যই রয়েছে। কিন্তু, তাই বলে এই ধরনের অভ্যাস তো আর প্রশংসার যোগ্য নয়!

Comments

comments