সাবধান! ফোর-প্লে’তেও আপনার সঙ্গিনী হয়ে যেতে পারে গর্ভবতী
শরীরের মধ্যে পোশাক রেখেও গর্ভধারণ সম্ভব হবে! ভাবছেন কিভাবে? হ্যাঁ, এটাই সত্যি। সম্প্রতি লন্ডনের একদল বিজ্ঞানী এই বিষয়ে কাজ করছেন। গর্ভধারণের ভ্রান্ত ধারণাকে মিথ্যে প্রমাণ করতে নানারকম পরীক্ষানিরীক্ষা চালাচ্ছেন। আর তা চালাতে চালাতে বিজ্ঞানীরা দেখতে পান শরীরের মধ্যে পোশাক রেখেও গর্ভধারণ সম্ভব হবে।
কীভাবে? না গবেষকরা জানাচ্ছেন, ফোর প্লে চলাকালীনই এই গর্ভধারণ হয়ে যায় অনেক মহিলার। যদিও শুধু ফোর প্লে করলেই হয় না! এজন্যে রয়েছে সঠিক পদ্ধতিও। এই পদ্ধতির নাম দেওয়া হয়েছে “ড্রাই হাম্পিং”। একটু পরিষ্কারভাবে ব্যাখ্যা করলে, ড্রাই হাম্পিংয়ে সবটাই উপর-উপর! বিষয়টি ঠিক বোধগম্য হল না তো! না হওয়ার মতোই…।
বিষয়টি খুলে বলা যাক তাহলে।পুরুষ কিংবা মহিলার শরীরে যদি জামা-কাপড় রেখেই যদি ফোর-প্লে চলে আর সঙ্গীকে স্পর্শ করার সময় যদি অতিরিক্ত শরীরিক উত্তেজনায় বীর্যের নির্গমন হয়, তা হলে গর্ভধারণ সম্ভব।
এই বিষয়গুলোর উপর ভিডিও বা স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি ঠিকানা: – YouTube.com/HealthDoctorBD
কীভাবে? না গবেষকরা বলছেন, অন্তর্বাসের মধ্যে দিয়ে বীর্য যদি মহিলার যৌনাঙ্গে প্রবেশ করে এবং তা যদি ভালো ধরণের বীর্য হয়, তবে গর্ভধারণ হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ। যদিও এই ধারণের সম্ভাবনাকে অত্যন্ত বিরল বলে মনে করেন গবেষকরা।
১০০ শতাংশের মধ্যে একজনের সঙ্গেই এহেন ঘটনা ঘটে। যদিও ফোর-প্লে করার সময় অবশ্যই মাথায় রাখা উচিত এই বিষয়গুলি। কারণ কখন যে কি হয় তা তো বলা যায় না!!!