আপনি প্রেমে পড়লে এগুলো করবেনই
পেটের মধ্যে গুরগুর। রাতের ঘুম উধাও। একজন ছাড়া দুনিয়ার সবাই যেন অসহ্য! প্রেমে পড়লে এসব হয়েই থাকে। তার পর ধীরে ধীরে প্রেম যখন সয়ে যায়, তখন নিজের অজান্তেই কিছু কাজ মেয়েরা করে ফেলেন। পরে হয়তো ভেবে অস্বস্তিতে পড়েন। তবু নিজেকে আটকাতে পারে না। জানেন কী সেগুলো?
গোয়েন্দাগিরি : প্রেমটা থিতু হলেই আপনার মধ্যেকার ফেলুদা জেগে ওঠে। সুযোগ পেলেই পড়ে ফেলেন তাঁর ইনবক্স। প্যাটার্ন লক খুলতে পারলে বাদ যায় না হোয়াটসাপ। রাতে ঘুমলোর আগে চেক করে নেন, সে অনলাইন নয় তো! থাকলেই মাথায় গিজগিজ করে হাজারো প্রশ্ন। কেন? কার সঙ্গে? কী করছে?
বন্ধুদের এড়ানো : বন্ধু হয়তো আপনার সঙ্গে সিনেমা দেখতে যেতে চায়। সটান বলে দিলেন, মায়ের সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে। এই মিথ্যেটা জীবনে সব মেয়েই অন্তত কয়েকবার বলেই থাকে। বন্ধু হয়তো তার ব্রেকআপের দুঃখ ভাগ করতে চায়। কিন্তু উপায় কী? আপনাকে যে তখন টানছে শুধু একজনেরই সাহচর্য!
রোম্যান্টিক গান : যে গানগুলো দুদিন আগেও ন্যাকা ন্যাকা মনে হত, সেগুলোই এখন ভীষণ টানে। তাই তো! সারা দিন আপনার আইপডে এখন, ‘ইয়ে দুরিয়া’। মাথায় ঘোরে,‘কুছ তো হুয়া হ্যায়’।
তার প্রাক্তনের ঠিকুজি উদ্ধার : আপনার বয়ফ্রেন্ডের থেকে এখন আপনিই বেশি করে তার প্রাক্তনের খোঁজ রাখছেন! স্টক করছেন ফেসবুকে? ছবি খুঁজছেন ইনস্টাগ্রামে? প্রেমে পড়লে এ সব হয়েই থাকে।
সাজুগুজু : সকালে উঠেই মুখে হলুদ–চন্দন বাটা। বিকেলে জিম। তার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে ঘণ্টার পর ঘণ্টা কেটে যায় শুধু পোশাক বাছাই করতে। চাপ নেবেন না, আপনার এই সময় খরচ বৃথা যাবে না। তার চোখেও পড়বে।
ওর বিরুদ্ধে শোনা মহাপাপ : বন্ধুরা হয়তো ওর ড্রেসিং সেন্স নিয়ে ঠাট্টা করছে। আপনার যেন গা জ্বলে গেল। আপনার হয়েই হয়তো কখনও তাকে দু–চার কথা শোনাল। আপনার মনে হল, বাড়াবাড়ি। একটু ঝগড়াও করে নিলেন। আরে বাবা প্রেমে পড়লে এসব হয়েই থাকে।