জন্মনিয়ন্ত্রণ বড়িতে নারীর স্ট্রোক ঝুঁকি
জন্মনিয়ন্ত্রণ বড়ি বা বার্থ কন্ট্রোল পিল খেলে নারীর স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ধূমপানের প্রবণতাও মেয়েদের মধ্যে স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।
ওবেসিটি, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো আরো কয়েকটি কারণও উল্লেখ করেছেন তারা।
ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল বা মৌখিক গর্ভনিরোধক বড়ির সঙ্গে স্ট্রোকের সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে গবেষকরা জানান, গর্ভনিরোধক বড়ি নিয়মিত খেলে রক্তে জমাট বাঁধে। সেই জমাট বাঁধা রক্ত মস্তিষ্কের রক্তপ্রবাহে বাধার সৃষ্টি করে। যার জন্য ইস্চেমিক স্ট্রোকের ঝুঁকি বাড়ে। তার কারণ হিসেবে গর্ভনিরোধক পিলে উচ্চমাত্রায় থাকা ‘এস্ট্রাডিওল’ উপাদানকে দায়ী করা হচ্ছে। গবেষণার মাধমে এমন তথ্য পেয়েছেন গবেষকরা।
ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল বা মৌখিক গর্ভনিরোধক বড়ির সঙ্গে স্ট্রোকের সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে গবেষকরা জানান, গর্ভনিরোধক বড়ি নিয়মিত খেলে রক্তে জমাট বাঁধে। সেই জমাট বাঁধা রক্ত মস্তিষ্কের রক্তপ্রবাহে বাধার সৃষ্টি করে। যার জন্য ইস্চেমিক স্ট্রোকের ঝুঁকি বাড়ে। তার কারণ হিসেবে গর্ভনিরোধক পিলে উচ্চমাত্রায় থাকা ‘এস্ট্রাডিওল’ উপাদানকে দায়ী করা হচ্ছে। গবেষণার মাধমে এমন তথ্য পেয়েছেন গবেষকরা।