মলদ্বারে ক্যান্সারের কারণ
আমাদের দেশে কোলরেক্টাল ক্যান্সারের প্রধান কারণ হল খাদ্যাভ্যাসের পরিবর্তন। আমাদের আগের প্রজন্ম, যারা প্রচুর পরিমাণে গ্রামীণ শাকসবজি খেত, তাদের এ ধরনের সমস্যা কম হতো। এখন আমরা আঁশযুক্ত খাবার যেন ছেড়েই দিয়েছি! ফাস্টফুডের দিকে আমরা খুব ঝুঁকে আছি। এগুলোকে প্রধানতম কারণ ধরা হয়। এ ছাড়া কোলরেক্টাল ক্যান্সারের জন্যও একটি পারিবারিক ইতিহাস থাকে।
যাদের অনেকগুলো মাল্টিপ্যাল পলিপ থাকে, যখন আমরা কোলনোস্কোপি করি, অনেকগুলো গোটা পাওয়া যায়। তাদেরও কোলরেক্টাল ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে।
খারাপ টিউমারগুলোকে আমরা ক্যান্সার বলি। আর ভালোগুলোকে বলি বিনাইন টিউমার। এগুলোও ম্যালিগনেন্ট বা ক্যান্সারের দিকে চলে যেতে পারে। আর অ্যালকোহল। এগুলোকে আমরা কোলরেক্টাল ক্যান্সারের ঝুঁকির কারণ হিসেবে ধরে নিই।
লেখক : বৃহদান্ত ও পায়ুপথ সার্জারি বিশেষজ্ঞ, ইডেন মাল্টিকেয়ার হাসপাতাল, ঢাকা
সূত্র: যুগান্তর