গর্ভাবস্থায় কফি পান করলে অকাল গর্ভপাতের ঝুঁকি বাড়ে !!!
সন্তানের চিন্তা করছেন, এমন দম্পতিদের কফি সম্পর্কে সাবধান করলেন বিশেষজ্ঞরা। গর্ভধারণের আগে সপ্তাহে মাত্র দু কাপ কফি পানেও ঘটতে পারে ভয়ংকর দুর্ঘটনা। সর্তক করে বিশেষজ্ঞরা বলেন, সপ্তাহে দু কাপ কফি পানের কারণেও বেড়ে যায় গর্ভপাতের আশঙ্কা।
ব্রিটেনের ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের বিজ্ঞানীরা বলেন, গর্ভধারনের প্রথম সাত সপ্তাহে দুবার ক্যাফেইন যুক্ত পানীয় পান করেছেন এমন নারীদের গর্ভপাতের ঝুঁকি বেড়ে যায়। সন্তান জন্ম দিতে আগ্রহী এমন দম্পতিদের কফি পান থেকে বিরত থাকার আহ্বান বিজ্ঞানীদের।
স্বাস্থ্য বিষয়ক গবেষক ডা. জার্মানি বুক লুইস বলেন- যেসব দম্পতি সন্তান নিতে যাচ্ছেন, তাদের জন্য এই গবেষনা গুরুত্বপূর্ণ। এর ফলে গর্ভকালীন ঝুঁকিও হ্রাস পাবে।
২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত ৫০১ জন দম্পতির উপর এই জরিপ পরিচালিত হয়।
এই গবেষণায় অংশগ্রহণকারীদের সিগারেটের ব্যবহার, ক্যাফেইন মিশ্রিত কোমল পানীয় এবং মানবদেহে বিভিন্ন ধরনের ভিটামিনের প্রভাব খতিয়ে দেখা হয়। সাধারনত ক্যাফেইন মানবদেহে রক্তচাপ, হৃদস্পন্দন এবং প্রসাবের পরিমাণ বাড়িয়ে দেয়। এর ফলে ঘুমেরও ব্যাঘাত ঘটে।
Related Posts
Comments
comments