ওবিসিটি, ডায়াবিটিজ়ের কারণ হতে পারে অনিয়মিত ঋতুস্রাব
বয়ঃসন্ধির সময় যেসব মেয়েদের অনিয়মিত পিরিয়ডস হয়, দেখা গেছে তারা অধিকাংশই ওভার ওয়েট, মানে ওবিজ়। শুধু তাই নয়, পরবর্তীকালে ডায়াবিটিজ় ও হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও তাদেরই বেশি।
বয়ঃসন্ধিতে অনিয়মিত ঋতুস্রাব পলিসিস্টিক ওভারি হওয়ার লক্ষণ। বা হরমোনের গোলমালেও ইরেগুলার পিরিয়ডের সমস্যা দেখা দিতে পারে। এই দুয়ের কারণে কম বয়সি মেয়েদের শরীর ফুলতে থাকে। দেখা দেয় ওবিসিটি। উচ্চতা ও বয়স অনুযায়ী অতিরিক্ত ওজন বেড়ে যায়। সেইসঙ্গে ডায়াবিটিজ় হওয়ার সম্ভাবনাকেও দ্বিগুণ বাড়িয়ে দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হার্ট, লাং অ্যান্ড ব্লাড ইনস্টিটিউটের গবেষণা সে কথাই বলছে।
এই বিষয়গুলোর উপর ভিডিও বা স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি ঠিকানা: – YouTube.com/HealthDoctorBD
দেখা গেছে, যেসব মহিলাদের অনিয়মিত পিরিয়ডসের ধাঁচ, তাঁদের শরীরের ওজন বাকিদের চেয়ে অনেকটাই বেশি। তাঁদের শরীরে পুরুষ হরমোন, মানে টেস্টোস্টেরনও বেশি মাত্রায় নিঃসরিত হয়। ফলে শরীরিক গঠনে পুরুষালি ভাব লক্ষ্য করা যায়। স্বভাবেও তা প্রকট হয়ে ওঠে।
অন্যদিকে ডায়াবিটিজ় হওয়ার শঙ্কাও বেড়ে যায়। হজম প্রক্রিয়ায় যেহেতু পরিবর্তন আসে, তা সরাসরি প্রভাব ফেলে ওভারি বা জরায়ুতে। এর ফলে বেড়ে যায় ইনসুলিনের মাত্রা।