যৌনমিলনের পর জ্বালা-পোড়া সিমেন অ্যালার্জির লক্ষণ
শারীরিক সম্পর্কের পর অনেক সময় পুরুষের বীর্যের কারণে নারীদের অ্যালার্জি হতে পারে। একে বলে ‘সিমেন অ্যালার্জি’।
এ জন্য সঙ্গীর বীর্জস্খলনের পর কোনো কোনো নারী তার যৌনাঙ্গে জ্বালা-পোড়া অনুভব করে থাকেন। এটা মূলত পুরুষের বীর্যে যে প্রোটিন থাকে তার কারণেই হয়।
তবে সিমেন অ্যালার্জির সঙ্গে পুরুষ বন্ধ্যাত্বের কোনো সম্পর্ক নেই।
সিমেন অ্যালার্জির লক্ষণগুলো হতে পারে—নারী যোনীর আশপাশের চামড়া লালচে হয়ে যাওয়া, মিলন-পরবর্তী বীর্যস্খলনে নারী তার যোনীতে জ্বালা-পোড়ার অনুভূতি পাওয়া, চামড়ার যে অংশে বীর্য পড়ে তা ফুলে যাওয়া (সাধারণত যোনীর বাইরের অঞ্চল)।
খুব কম সংখ্যক নারীর ক্ষেত্রে হয়তো আমবাত/প্রদাহ, চুলকানি এমনকি শ্বাস-প্রশ্বাসের কষ্টে ভুগতে পারেন।
যদি আপনার এমন কিছু অনুভব হয় তাহলে ডাক্তারের সঙ্গে দেখা করতে হবে। ডাক্তারই বলতে পারবে আদৌ আপনার সিমেন অ্যালার্জি আছে কি না–নাকি এটি অন্য কোনো সমস্যা? অ্যালার্জি পরীক্ষা হয়তো জরুরি।
যদি আপনার সিমেন অ্যালার্জি খুবই প্রকট, আপিনি হয়তো ডাক্তারের তত্ত্বাবধানে বীর্যের প্রোটিন অংশ ধৌত করে কৃত্রিমভাবে যোনীতে শুক্রাণু স্থাপন/প্রবেশ করিয়ে গর্ভবতী হতে পারেন।