মাইগ্রেনের ৬টি অগ্রিম লক্ষণ
মাইগ্রেনের ব্যথা সত্যিকার দুঃস্বপ্ন হতে পারে। এটা এমন এক বিপদ যার শিকার অসংখ্য মানুষ। মধ্যম বা তীব্র মাত্রার মাথাব্যথা হতে পারে মাইগ্রেনের কারণে। এ ব্যথার কারণে অনেকের সর্দি ও বমি হয় এবং তারা শব্দ-আলোতে স্পর্শকাতর হয়ে ওঠেন। আপনি মাইগ্রেনে আক্রান্ত হতে পারেন কিনা তা বোঝার কিছু লক্ষণ রয়েছে। এখানে চিনে নিন এমনই ৬টি মৌলিক লক্ষণ।
১. আলোর ঝলক দেখা : চোখে সর্ষের ফুল দেখা বলা যেতে পারে। মাঝে মধ্যে হঠাৎ করেই আলোক ঝলক দেখা যায়। দৃষ্টিপথে সবকিছু ঝাপসা হয়ে আসে।
২. হাই তোলা : অকারণে ঘন ঘন হাই তোলা মাইগ্রেনের লক্ষণ হতে পারে। দেহে অক্সিজেনের অভাব হলে অতিরিক্ত বাতাস টেনে নিতেই হাই তোলে মানুষ। কিন্তু কয়েক মিনিট পর পর হাই তোলা ভালো লক্ষণ নয়।
৩. খাওয়ার নেশা : বিশেষ কোনো খাবারের প্রতি নেশা জাগে। যেমন- আপনার হয়তো চকোলেট খাওয়ার প্রচণ্ড ইচ্ছা দমাতে পারবেন না।
৪. ঘন ঘন মূত্রত্যাগ : এটা শুধু ডায়াবেটিসের লক্ষণ হয় তা নয়। মাইগ্রেনের লক্ষণও হতে পারে।
৫. মেজাজ বদলে যাওয়া : কোনো কথা-বার্তা নেই মন-মেজাজ পাল্টে গেলো। মাইগ্রেনের অগ্রিম লক্ষণ হতে পারে এটি।
৬. কথা বলতে সমস্যা : মনে হবে যেন স্ট্রোক হয়েছে। কথা বলতে দারুণ সমস্যা হবে। বলতে চাইলেও মুখ খুলে কিছু বলতে মন চাইবে না। কিংবা বলতে পারবেন না।