যেসব কারণে শীতকালে যৌন আগ্রহ বাড়ে
উত্তর কিন্তু একটাই – সময়টা শীতকাল। শীতকালে যেমন ঘুরে আনন্দ, খেয়ে আনন্দ। তেমনই সেক্স করেও আনন্দই আনন্দ। শুধু গা থেকে চাদরটা খসে না গেলে আর দেহের চামড়া পেলব থাকলেই হল। এ ছাড়া, সেক্স করতে শীতের সময়টাকেই আদর্শ বলে মনে করা হয় এ দেশে।
এমনিতে মিলনেচ্ছা সারা বছরই থাকে। কিন্তু সেটা তো গ্রীষ্মকালীন আবহাওয়ায় প্যাচপেচে ঘামের মধ্যেই সারতে হয়। যদিও মধ্যবিত্তের অনেকের বেডরুমেই এখন AC এসে গেছে। তবুও কৃত্রিম ঠান্ডার চেয়ে প্রাকৃতিক শীতলতায় উষ্ণতার খোঁজে থাকে কাপলরা। শীতকাল এলেই মিলনের আগ্রহ বাড়ে চারগুণ। কিন্তু শীতেই কেন ভাদ্র মাসের কাম জাগে, জেনে নিলে মন্দ হয় না –
১. প্যাচপেচে ঘাম নেই !
ওই যে বললাম প্যাচপেচে ঘাম নেই। নিজের শরীর থেকেই যদি কুলকুল করে ঘাম ঝরতে থাকে, সঙ্গীর ঘামটা সহ্য হবে কীভাবে? এ তো চর্বি গলানো ঘাম নয়। এ হল শরীর থেকে সব জল বেরিয়ে যাওয়ার ঘাম। ফলে গরমে শরীর কষে যায়। অনেক ঘামে মিলনের স্পৃহা হারায়। কিন্তু শীতে সে চিন্তা নেই। ঘাম হয়, কিন্তু সেক্স করতে করতে। চর্বি গলানো ঘাম।
২. কম্বল কা কামাল !
শীত এলেই ট্রাঙ্ক থেকে একে একে বেরোতে থাকে লেপ, বালাপোশ, কম্বল। গুটিসুটি শুরু হয়। সেই নরমগরম ব্যাপারটা যৌনতাকেও আরও বেশি মুচমুচে করে তোলে।
৩. শীতে শরীরকে গরম রাখার সহজ উপায় !
অনেক শীতে শরীরকে গরম করতেও সেক্স দারণ এক্সারসাইজ়। কনকনে হাড়হিম অনুভূতি থেকে রেহাই মেলে। আড়ষ্টতা কাটিয়ে শরীরকে করে তোলে ঝরঝরে।
৪. নো ক্লান্তি, অনলি ফান !
গরমে সব কাজেই তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। সেই সময় যৌনতার মতো ক্লান্তিকর ক্রিয়ায় মেতে উঠতে চায় না অনেকেই। কিন্তু শীতে সেই ক্লান্তি থাকে না। অনেক বেশি এনার্জি সহকারে, অনেক সময় ধরে ক্রিয়ায় লিপ্ত হওয়া যায়।