১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রবিবার

Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Search in posts
Search in pages
Filter by Categories
Uncategorized
ইসলামী জীবন
ঔষধ ও চিকিৎসা
খাদ্য ও পুষ্টি
জানুন
নারীর স্বাস্থ্য
পুরুষের স্বাস্থ্য
ভিডিও
ভেসজ
যৌন স্বাস্থ্য
রান্না বান্না
লাইফ স্টাইল
শিশুর স্বাস্থ্য
সাতকাহন
স্বাস্থ্য ও সৌন্দর্য
স্বাস্থ্য খবর

জেনে নিন নিমপাতার দরকারি কিছু ব্যবহার

যুগ যুগ ধরে নিমপাতা আয়ুবের্দিক চিকিত্সায় ব্যবহার হয়ে আসছে। তবে শুধু স্বাস্থ্য সুরক্ষায় নয় রূপচর্চায়ও এর রয়েছে নানা ব্যবহার। এবার দেখে নেয়া যাক রূপচর্চায় নিমপাতা কিভাবে কাজে আসতে পারে।

ফেসপ্যাক:

কয়েকটি নিমপাতা ও কমলার খোসা নিয়ে অল্প পরিমাণ পানিতে সিদ্ধ করুন। এরপর এগুলো মিহি করে পেস্ট তৈরি করে নিন। এরসঙ্গে অল্প পরিমাণ মধু ও দুধ মেশান।

ফেসপ্যাকটি সপ্তাহে অন্তত তিনবার ব্যবহার করুন। ত্বকের ব্রণ ও কালো দাগ দূর করার সঙ্গে সঙ্গে ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করবে।

স্কিন টোনার:

প্রতিরাতে নিমপাতা সিদ্ধ পানিতে তুলা ভিজিয়ে মুখে লাগাতে পারেন। এটি স্কিন টোনার হিসেবে কাজ করবে।

ত্বক ও চুলের যত্নে:

দুই লিটার পানির মধ্যে ৫০টি নিমপাতা নরম ও বিবর্ণ না হওয়া ফুটিয়ে নিন। পানি সবুজ রঙ ধারণ করলে নামিয়ে বোতলে ঢেলে রাখুন। প্রতিদিন গোসলের পানিতে কিছু পরিমাণ নিমপাতার পানি মিশিয়ে গোসল করার পানিতে মিশিয়ে নিন। এতে ত্বকের ইনফেকশন দূর হবে।

একইভাবে চুলে ব্যবহার করলে খুশকি এবং অতিরিক্ত চুল পড়া বন্ধ হবে।

কন্ডিশনার হিসেবে:

নিমপাতা সিদ্ধ পানি ও মধু একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে চুলে লাগাতে পারেন। এটি আপনার চুলে কন্ডিশনার হিসেবে কাজ করবে।

Comments

comments