মিলনের ইচ্ছা নষ্ট করে বিষবায়ু
বায়ুদূষণের ফলে এতদিন মানুষের চোখ জ্বালা, শ্বাসকষ্টের কথা শুনেছি। তবে বায়ুদূষণ শরীরের পক্ষে কতটা মারাত্মক হতে পারে সেদিকে নজর ঘোরালে চোখ কপালে উঠবে।
প্রজনন বিশেষজ্ঞদের মতে, প্রকট বায়ুদূষণ মানবজাতির সঙ্গমের ইচ্ছা শক্তি নষ্ট করে। বিষবায়ুর কারণে শরীরে হ্রাস পায় টেস্টোস্টেরন ও ইস্ট্রোজেনের মাত্রা। এর ফলে প্রায় ৩০% পর্যন্ত কমে যায় যৌনক্রিয়ার ক্ষমতা। বিষাক্ত কণা শ্বাস নেওয়ার সময় শরীরে ঢুকে হরমোনের ভারসাম্য নষ্ট করে। বিষাক্ত করে তোলে শুক্রানুকে। প্রেগনেন্সির জন্যও বিশেষ ক্ষতিকারক এ ধোঁয়াশা।
বায়ুদূষণের ফলে এতদিন মানুষের চোখ জ্বালা, শ্বাসকষ্টের কথা শুনেছি। তবে বায়ুদূষণ শরীরের পক্ষে কতটা মারাত্মক হতে পারে সেদিকে নজর ঘোরালে চোখ কপালে উঠবে।
প্রজনন বিশেষজ্ঞদের মতে, প্রকট বায়ুদূষণ মানবজাতির সঙ্গমের ইচ্ছা শক্তি নষ্ট করে। বিষবায়ুর কারণে শরীরে হ্রাস পায় টেস্টোস্টেরন ও ইস্ট্রোজেনের মাত্রা। এর ফলে প্রায় ৩০% পর্যন্ত কমে যায় যৌনক্রিয়ার ক্ষমতা। বিষাক্ত কণা শ্বাস নেওয়ার সময় শরীরে ঢুকে হরমোনের ভারসাম্য নষ্ট করে। বিষাক্ত করে তোলে শুক্রানুকে। প্রেগনেন্সির জন্যও বিশেষ ক্ষতিকারক এ ধোঁয়াশা।