সেই স্বামীই সৌভাগ্যবান, যাঁর স্ত্রীর আছে এই ৪টি গুণ !
আরও পড়ুন
কুমারিত্ব হারানো মেয়েকে বিয়ে করতে ছুঁৎমার্গ আছে? প্রশ্ন শুনে বর যা বলল
স্ত্রীকে বাঁচাতে হবে, তাই ভায়োলিনেই সুর তুলেছেন ৭২ বছরের এই বৃদ্ধ
১. গৃহকর্মনিপুণা: ‘গরুড়পুরাণে’ বলা হচ্ছে, যে বধূ ঘরের কাজকর্মে অত্যন্ত দক্ষ হাতে সামলাতে পারেন, সেই ঘরে সর্বদা সুখ বিরাজ করে। সেই স্ত্রী সমাজ-সংসারে বিশেষ সম্মান লাভ করেন, এবং তাঁর স্বামীর জীবনও সুখে পরিপূর্ণ হয়ে ওঠে।
২. স্বামীর নির্দেশ পালনকারিনী: ‘গরুড়পুরাণ’ আরও বলছে যে, যে স্ত্রী স্বামীর প্রতিটি কথা মেনে চলেন, সেই স্বামীকে সৌভাগ্যবান মনে করা উচিত। স্ত্রীর কর্তব্য, স্বামীর প্রতিটি আদেশ পালন করে চলা।
৩. নতুন পরিবারকে নিজের পরিবার বলে মনে করেন যিনি: ‘গরুড়পুরাণ’ বলছে, যে স্ত্রী বিবাহের পরে স্বামীর পরিবারকে নিজের পরিবার বলে মনে করেন, স্বামীর পরিবারের সমম্ত রীতিনীতিকে অক্ষরে অক্ষরে পালন করে চলেন, তিনিই গুণবতী স্ত্রী। তাঁর স্বামী সত্যিই ভাগ্যবান।
৪. যিনি মিষ্টভাষী: ‘গরুড়পুরাণে’ বলা হচ্ছে, যে পত্নী মিষ্টি ভাষায় কথা বলেন, তিনি বিশেষ গুণের অধিকারিণী। তাঁর স্বামীও বিশেষ সৌভাগ্যবান।