স্মৃতিভ্রম সমস্যার লক্ষণগুলো জেনে নিন !!!
স্মৃতিভ্রম বা ডিমেনসিয়ায় আক্রান্ত রোগীদের স্মৃতিশক্তি, বুদ্ধি ধীরে ধীরে কমতে থাকে। সাধারণত প্রবীণদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়। এটি খুব ধীরে ধীরে বিস্তার লাভ করে। ভিটামিন বি-এর অভাব, ধূমপান, মদ্যপান, আলঝেইমার রোগ, মস্তিষ্কের রোগ ইত্যাদির কারণে স্মৃতিভ্রমের সমস্যা হয়।
বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি জানিয়েছে স্মৃতিভ্রম সমস্যার কিছু লক্ষণ।
* স্বল্পমেয়াদি স্মৃতির ক্ষতি
প্রাথমিক অবস্থায় ডিমেনসিয়ায় আক্রান্ত রোগীরা স্বল্পমেয়াদি স্মৃতিভ্রমের সমস্যায় ভোগে। এরা হয়তো সাম্প্রতিক সময়ের ঘটনা ভুলে যায়, মানুষের নাম ভুলে যায়, জায়গা ভুলে যায়।
* যোগাযোগ করতে অসুবিধা
চিন্তাভাবনায় সমস্যা হয়। এতে অন্যের সঙ্গে যোগাযোগ করতে অসুবিধা হয়। কোনো বিষয় ভালোভাবে বিশ্লেষণ করতে পারে না। কথা বলতে এবং লিখতে সমস্যা হয়। যুক্তিসংগত কথা বলতে পারে না।
* দ্বিধান্বিত থাকে
স্মৃতিভ্রমের সমস্যা হলে ব্যক্তি চিন্তাভাবনায় দ্বিধান্বিত হয়ে পড়ে। সময় ও জায়গা নিয়ে দ্বিধান্বিত হয়ে যায়। মাঝে মাঝে সে ভুলে যায় কোথায় আছে এবং কীভাবে এলো। জিনিসপত্র কোথায় রেখেছে সেটিও অনেক সময় ভুলে যেতে পারে।
* মেজাজ ওঠানামা
স্মৃতিভ্রম হলে হালকা বিষণ্ণতার সমস্যা হয়। এ সময় মেজাজ ওঠানামা করে।
* মনোযোগে অসুবিধা হওয়া
স্মৃতিভ্রমের সমস্যায় মনোযোগে অসুবিধা হয়। ব্যক্তি নিজের পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে অনেক সময় অমনোযোগী হয়ে পড়ে।
এ ছাড়া সঠিকভাবে বিশ্লেষণ করতে অসুবিধা হয়। ঘুমের সমস্যা, হতাশা ইত্যাদি সমস্যাও হয়।
Related Posts
Comments
comments