১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার

Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Search in posts
Search in pages
Filter by Categories
Uncategorized
ইসলামী জীবন
ঔষধ ও চিকিৎসা
খাদ্য ও পুষ্টি
জানুন
নারীর স্বাস্থ্য
পুরুষের স্বাস্থ্য
ভিডিও
ভেসজ
যৌন স্বাস্থ্য
রান্না বান্না
লাইফ স্টাইল
শিশুর স্বাস্থ্য
সাতকাহন
স্বাস্থ্য ও সৌন্দর্য
স্বাস্থ্য খবর

কেয়ামতের আলামত !!!

ঘন ঘন ভূমিকম্প কিয়ামতের বড় একটি আলামতঃ
বিশ্বনবী হযরত মোহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিয়ামত নিকটবর্তী হওয়ার কতগুলো আলামত জানিয়ে দিয়ে গেছেন। যখন কিয়ামত খুবই কাছে এসে যাবে তখন নিম্নোক্ত আলামত গুলো ঘটবেঃ
১। মানুষ ব্যাপকহারে ধর্মবিমুখ হবে।
২। বিভিন্ন রকমের পার্থিব আনন্দ এবং রং তামাশায় মেতে থাকবে।
৩। নাচ-গানে মানুষ মগ্ন থাকবে।
৪। মসজিদে বসে দুনিয়াদারীর আলাপ-আলোচনায় লিপ্ত হবে।
৫। সমাজে ও রাষ্ট্রে অযোগ্য লোক এবং মহিলা নেতৃত্ব শুরু হবে।
৬। মানুষের মধ্যে ভক্তি, শ্রদ্ধা, স্নেহ ভালবাসা কমে যাবে।
৭। ঘন ঘন ভূমিকম্প হতে থাকবে।
৮। সব দেশের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন দেখা দিবে।
৯। অত্যাধিক শিলা-বৃষ্টি হবে।
১০। বৃষ্টির সাথে বড় বড় পাথর বর্ষিত হবে।
১১। মানুষের রূপ পরিবর্তিত হয়ে পুরুষ স্ত্রীলোকের ন্যায় এবং স্ত্রীলোক পুরুষের রূপ ধারন করবে।

130

কিয়ামতের সময় যখন আরও নিকটবর্তী হবে তখন ইমাম মাহদীর আগমন, দাজ্জালের আর্বিভাব, হযরত ঈসা (আঃ) এর আকাশ থেকে পৃথিবীতে অবতরণ, ইয়াজুজ-মাজুজের উৎপাত, পশ্চিম দিক হতে সূর্য উদয়, কুরআনের অক্ষর বিলোপ, তাওবার দরজা বন্ধ, দুনিয়া হতে ইমানদারের বিলুপ্তি ইত্যাদি দেখা দেবে। তার মানে দেখা যাচ্ছে শুধুমাত্র নীচের এই কয়েকটি আলামত ছাড়া বাকি সব গুলোই ইতিমধ্যে ঘটে গিয়েছে। সুতরাং কিয়ামতের আর খুব একটা বেশী দেরি নেই, এটি অনেক নিকটবর্তী হয়ে গিয়েছে।
এখনো সময় আছে তওবা করে, সকল গুনাহ ত্যাগ করে আল্লাহর পথে আসার। তওবার দরজা বন্ধ হয়ে গেলে কিন্তু আফসোসের শেষ থাকবে না। সুতরাং এক্ষনই আল্লাহর কাছে তওবা করো। জীবনে যা পাপ করেছো ভুল করেছো, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এখন থেকেই সকল পাপ বর্জন করে নিয়িত পাঁচ ওয়াক্ত নামায আদায় করো। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দিক এবং মৃত্যুর সময় ঈমান এবং আমল নিয়ে তার কাছে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।
একজন মুসলিম হিসেবে পোষ্টটা শেয়ার করা আপনার দায়িত্ব।

Comments

comments