ব্রা কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়
পোশাকের অভ্যন্তরের বস্ত্র বলে অনেকেই এটিকে হেলাফেলা করেন। কিন্তু এই অবহেলাই বদলে দিতে পারে আপনার জীবন। শারীরিক সমস্যাকে ডেকে আনতে পারে খুব তাড়াতাড়ি। তাই সময় থাকতে বেছে নিন সঠিক মাপের ব্রা। শরীর আপনার, তাই তার যত্নও আপনাকেই করতে হবে। ব্রা কেনার আগে গুরুত্বপূর্ণ বিষয়গুলি মাথায় রাখবেন।
* স্টাইল নয় সাইজ: স্টাইল করতে গিয়ে নিজেকে বিপদে ফেলবেন না। ব্রায়ের সাইজ সবচেয়ে বেশি জরুরি। তিন ভাগের দু-ভাগ মহিলা ভুল ব্রা ব্যবহার করেন। নিজের শরীরের কথা ভেবে আপনার এই চিন্তা পালটান। রং, ডিজাইন তো দেখবেনই। সবার আগে দেখে নিন আপনার পছন্দের ব্রা ঠিকঠাক ফিট করছে কি না।
* জন্মলগ্নের প্রভাব: কথাটা কানে লাগলেও এটা সত্যি। আপনার স্তনের আকার কেমন হবে তা আপনার জন্মলগ্নের উপরও নির্ভর করে। জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চে যাদের জন্ম, স্তনের আকার তাদের অপেক্ষাকৃত বড়।
* কফির প্রভাব: একটানা তিনদিন কফি খেলে আপনার স্তনের আকারে পরিবর্তন আসতে পারে। পরীক্ষায় দেখা গেছে, কফি খেলে আকার দিন দিন ছোটো হতে থাকে।
ব্রা সঠিক সাইজের না হলে চরম ভোগান্তি হতে পারে। ঘাড়ে, কাঁধে ব্যথা ও নার্ভের সমস্যা দেখা দিতে পারে। আবার ভুল সাইজের ব্রা আপনার স্তনের আকার বাজে করে তুলতে পারে। তাই সাত পাঁচ ভেবেচিন্তে তবেই সঠিক সাইজের ব্রা কেনা উচিত।