কুড়ি বা তিরিশের কোঠায় বন্ধ পিরিয়ডস
৪৫ থেকে ৫১ বছরের মধ্যে মেনোপজ় হলে তা স্বাভাবিক ধরা হয়। তবে কুড়ি বা তিরিশের কোঠাতেও হতে পারে মেনোপজ়। যাকে প্রিম্যাচিওরড মেনোপজ বলা হয়। সময়ের আগেই বন্ধ হয়ে যায় ঋতুচক্র!
এক্ষেত্রে সাধারণত দুটি কারণ থাকে। প্রথমত, জন্ম থেকেই যাঁদের ওভারি ঠিকভাবে কাজ করে না। এক্ষেত্রে ব্রেস্ট ডেভেলপমেন্ট, পিরিয়ডস ইত্যাদি কোনওকিছুই হয় না। যা প্রাইমারি ওভারিয়ান ফেলিওর-এর নমুনা। দ্বিতীয়ত প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিওর। এক্ষেত্রে পিরিয়ডস অনিয়মিত হতে হতে বন্ধই হয়ে যায়। হয়তো এক বছরেরও উপর পিরিয়ডস বন্ধ থাকে। তখন এঁদের মেনোপজ় হয়ে গেছে বলে ধরে নেওয়া হয়। এটা যে কোনও বয়সেই হতে পারে। তবে প্রিম্যাচিওরড মেনোপজ়ের সম্ভাব্য কারণ কয়েকটা থাকলেও, সঠিকভাবে কারণ নির্ধারণ করা এখনও সম্ভব হয়নি। অটোইমিউন ডিজ়িজ়ের ফলে, শরীরের ক্রোমোজ়মজনিত কোনও কারণেও হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে কোনও কারণ ছাড়াই মেনোপজ় হয়ে যেতে পারে।
অনিয়মিত পিরিয়ডস
এছাড়া ইস্ট্রোজেনের মাত্রা কমে যাওয়ায় হট ফ্লাশ, নাইট সোয়েটও হয়। ওভারি কাজ না করলে ইস্ট্রোজেন নিঃসরণ হয় না। এর ফলে হট ফ্লাশ বা প্রচণ্ড ঘাম হওয়া, ডিপ্রেশন, ভ্যাজাইনাল ড্রাইনেস হতে পারে। এ অবস্থায় ডাক্তার দেখালে রক্তপরীক্ষা করতে বলা হয়। পিরিয়ডস অনিয়মিত হতে থাকলে তাই ডাক্তার দেখানো প্রয়োজন।