টিএনজারদের সবচেয়ে বড় সমস্যা যৌনতা
বর্তমানে পৃথিবীর টিনএজারদের সবচেয়ে বড় সমস্যা হলো যৌনতা। আর এই সমস্যা এসেছে দুইভাবে। একে তো অল্পবয়সে যৌনতা বিশেষ করে মেয়েদের নানা শারীরিক সমস্যা ডেকে আনে। তার উপরে টিনএজাররা মাতছে অবাধ যৌনতায়, যা বেশিরভাগ ক্ষেত্রেই ‘আনসেফ’।
একের পর এক শারীরিক সমস্যায় ভুগছে টিনএজাররা। দ্য ল্যানসেট কমিশনের রিপোর্টে বলা হয়েছে, যেভাবে যৌনতায় মাতছে এ যুগের টিনএজাররা, তাতে এইডস-সহ নানা রোগ বাসা বাঁধছে তাদের শরীরে।
ল্যানসেট কমিশনের রিপোর্ট তৈরি করতে যে চারটি বিশ্ববিদ্যালয় সাহায্য করেছে, তাদের মধ্যে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় অন্যতম। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জন সান্তেল্লি বলেছেন, ‘ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে দুশ্চিন্তার সময় এসে গেছে। যেভাবে টিনএজাররা এইডস, যৌনাঙ্গে মারাত্মক আঘাত, হতাশা বা ভায়োলেন্সের শিকার হচ্ছে, তাতে খুব একটা ভাল সময় আসছে বলে তো মনে হয় না। এর নেপথ্যে রয়েছে যৌনতার প্রতি আকর্ষণ। আর এই যৌনতা মাত্রাছাড়া, সুরক্ষিতও নয়।’