শরীরের তিল থাকলে বিবাহিত জীবন কেমন হবে
তিল একটা ছোট্ট কালো বা লাল রঙের স্পট। এক-একজনের শরীরে এক-এক জায়গায় থাকে এই তিল। সেই তিলের সঙ্গেই নাকি যোগ রয়েছে বিবাহিত জীবনের? কী রকম? চলুন জেনে নেওয়া যাক-
১) নাকের পাশে : বিয়ের পর বিলাসবহুল জীবন। সব স্বপ্ন সফল হবে।
৩) ডান গালে : বিয়ের পর ভাগ্য পরিবর্তন একপ্রকার নিশ্চিত।
৪) জোড়া ভ্রুরুর মাঝে : বিয়ের পর এরা জীবনে অনেক বেশি সফল হয়।
৫) হাতের ম্যারেজ লাইনে : ম্যারেজ লাইনে কালো বা লাল, দুই রকম তিলই থাকতে পারে। লাল তিল বোঝায় গভীর দাম্পত্য সম্পর্ক। আর কালো তিল ঠিক উল্টোটা।
৬) পায়ের তলায় : বিয়ের পর দেশে-বিদেশে প্রচুর ঘুরবেন।
৭) বুকে : বুকের ডানদিকে থাকলে বিয়ের আগে অনেক লড়াই করতে হবে। কিন্তু বিয়ের পর জীবনে স্থিতাবস্থা আসবে।
৮) ভ্রুরুর নিচে : সম্পর্ক মসৃণ হবে না। পরিবারে ঝগড়াঝাঁটি অশান্তি লেগেই থাকবে।
৯) ঠোঁটের নিচে : আপনি রোম্যান্স ভালোবাসেন। আপনার জীবনে বহু সঙ্গী হবে। অনেকের সঙ্গে যৌন সম্পর্ক হবে আপনার। এই কারণে জীবনে অনেক সমস্যাও তৈরি হবে।
১০) কলারবোন : স্বামী বা স্ত্রী-এর কাছ থেকে ভালোবাসা ও সমর্থন পাবেন সবকিছুতে।
১১) কোমরে : আপনার স্ত্রী বা স্বামীভাগ্য খুবই রূপবতী বা রূপবান।
১২) চোখের কোণায় : এই পুরুষ কথায় কথায় ছোটখাটো ইস্যুতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করতে ওস্তাদ। আর কোনো মহিলার চোখের কোণায় তিল থাকলে? চোখের ইশারায় ফ্লার্টিং তার বায়ে হাত কা খেল।
১৩) কানের পিছনে : দারুণ পারিবারিক একজন মানুষ।
১৪) গলায় তিল : গলায় তিল সৌভাগের নির্দেশনা দেয়। ডান দিকে থাকলে এর পূর্ণ কার্যকারিতা দেখা যায়। গলার বাম দিকে থাকলে কখনো কখনো সম্পদহানি ঘটে। বৈবাহিক জীবন জটিলতা সৃষ্টি হতে পারে। পুরুষের গলায় তিল থাকলে স্ত্রী ভালোবাসা বৃদ্ধি পায়।
১৫) আঙুলে তিল : ডান আঙুলে বুড়ো আঙুলে তিল থাকলে বিপরীত লিঙ্গের মাধ্যমে আর্থিক সচ্ছলতা আসার সম্ভাবনা থাকে। আর তর্জনির তিল কর্মস্থলে সাফল্য নির্দেশ করে