প্রসবের পরে যেসব জটিলতা হয়?
সন্তান জন্মের পর বা প্রসব-পরবর্তীকালে একজন মায়ের বিভিন্ন জটিলতা হতে পারে। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৪৯তম পর্বে কথা বলেছেন ডা. মেহেরুন নেসা।
বর্তমানে তিনি হলি ফ্যামিলি মেডিকেল কলেজের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : প্রসব-পরবর্তী কী সমস্যা হয়?
উত্তর : যার সাধারণ প্রসব হলো তারও কিন্তু রক্তস্বল্পতা থাকবে। বাংলাদেশের মায়েদের একটু রক্তস্বল্পতা থাকেই। দুর্বলতা থাকে। মায়েদের একটু অস্বস্তি হয়, শরীরে নতুন একধরনের পরিবর্তন হয়। পেটটা তো তখনো ভারী থাকে মায়ের। রক্তপাত হয় মায়েদের। চল্লিশ দিন পর্যন্ত একটু একটু করে হয়।
এই বিষয়গুলোর উপর ভিডিও বা স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি ঠিকানা: – YouTube.com/HealthDoctorBD
হয়তো মায়ের আগে রক্তচাপ ছিল না। তবে মানসিক চাপ, দুশ্চিন্তায় এই সময় রক্তচাপ হঠাৎ বেড়ে যায়। আবার আমরা জানি প্রি একলামসিয়ায় উচ্চ রক্তচাপ, ইউরিনে প্রোটিন যায়, মায়ের খিঁচুনি হয়। খিঁচুনিও কিন্তু এই সময় হতে পারে। কারো যদি আগে প্রি একলামসিয়া থাকে, সেটা এই সময়ও হতে পারে। আবার কারো যদি নাও থাকে তারও এই সময় হতে পারে। এই সময় তার ওইটার সঙ্গে খিঁচুনিও হতে পারে। পোস্ট পার্টাম একলামসিয়া বলে, সেটি হতে পারে। এরপর অতিরিক্ত রক্তক্ষরণও হতে পারে।
সূত্র: এনটিভিবিডি