বিশ্বের সেরা ‘আবেদনময়ী’ মহিলা কেট আপটন, দেখুন তার কিছু চমৎকার (ছবিসহ)
শুরুটা হয়েছিল মাত্র ১৬ বছর বয়সে। শখের বসেই গিয়েছিলেন এলিট মডেল ম্যানেজমেন্ট কোম্পানির একটি কাস্টিং কল-এ। হিরে চিনতে দেরি হয়নি এজেন্সির। সেই দিনই তাঁকে সাইন করে কোম্পানি এবং কয়েক দিনের মধ্যেই পাড়ি জমান নিউ ইয়র্ক।
লিট মডেল ম্যানেজমেন্ট কোম্পানির একটি কাস্টিং কল-এ সেই যে শুরু হয়েছিল কেট আপটনের যাত্রা, তার পরে আর পিছনে ফিরে তাকাননি। হলিউড ছবি থেকে ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’-এর কভার পেজ— সবই তার হাতের মুঠোয়। সম্প্রতি ম্যাক্সিম ম্যাগাজিন তাকে পৃথিবীর সেরা যৌন আবেদনময়ীর তকমা দিয়েছে।


ওই বিদেশি ম্যাগাজিনের সাম্প্রতিক সংখ্যায় প্রকাশিত হয়েছে এই বছরের হট ১০০ নারীর তালিকা। সেই তালিকায় কিম কার্দাশিয়ান বোনদেরও পিছনে ফেলে দিয়েছেন কেট। মার্কিন মুলুকের মিশিগানে তার জন্ম।
স্পোর্টস ইলাস্ট্রেটেড-এর স্যুইমস্যুট ইস্যুতে তার ছবি ঝড় তুলেছিল ২০১০-১১ সালে। ২০১১ সালেই তার একটি হিপ-হপ ভিডিও সোশ্যাল মিডিয়ায় লিক হতেই তার জনপ্রিয়তা তুঙ্গে ওঠে।