যে বিষয়গুলো অন্যের সঙ্গে শেয়ার করবেন না
মানুষের জীবনে কত কথাই না থাকে, কত ঘটনাই না ঘটে। কিন্তু অনেকেই আছেন যারা নিজের এই কথা গুলো বা ঘটনা গুলো আড় নিজের মধ্যে রাখতে পারেন না। আবার অনেকেই আছেন যাদের পেটে একদমই কথা থাকে না। আর তাই আজকের প্রতিবেদনটি তাদের জন্য যারা নিজের গোপন কথা অন্যের সঙ্গে শেয়ার করে পরে বিপদে পড়েন। তাহলে বিপদে পড়তে না চাইলে চলুন জেনে নিই, কোন বিষয়টা অন্যের সঙ্গে শেয়ার করবো, আর কোনটা করবো না-
*নিজের ভবিষ্যৎ বিষযে কী কী পরিকল্পনা করেছেন আপনি- এটা কারও সঙ্গে শেয়ার করবেন না।
*নিজের জীবনের একান্ত ব্যক্তিগত বিষয় কারও সঙ্গে আলোচনা করা উচিত নয়।
*আপনি হয়তো অন্যের উপকার করতে পছন্দ করেন ও বিপদে মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন। এ বিষয়টি কাউকে আগ বাড়িয়ে বলার দরকার নেই- কারণ সুযোগসন্ধানীরা এর সুযোগ নিতে পারে।
*প্রত্যেক পরিবারেই কিছু না কিছু সমস্যা রয়েছে। তাই অন্দরমহলের জটিলতা নিয়ে কখনও অন্যের সঙ্গে আলোচনা করতে যাবেন না।
*একইভাবে নিজের দাম্পত্য জীবনের রোজকার ছোটখাটো ঝামেলা অন্যের সঙ্গে শেয়ার না করা ভালো। এতে হিতে-বিপরীত হতে পারে।
*আপনার জীবনযাত্রার যে কোনো পরিবর্তন- যেমন ধরুন আপনার আয় বেড়েছে- এমন সব বিষয় পরিবারের লোক ছাড়া কাউকে জানাবেন না।