৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার

Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Search in posts
Search in pages
Filter by Categories
Uncategorized
ইসলামী জীবন
ঔষধ ও চিকিৎসা
খাদ্য ও পুষ্টি
জানুন
নারীর স্বাস্থ্য
পুরুষের স্বাস্থ্য
ভিডিও
ভেসজ
যৌন স্বাস্থ্য
রান্না বান্না
লাইফ স্টাইল
শিশুর স্বাস্থ্য
সাতকাহন
স্বাস্থ্য ও সৌন্দর্য
স্বাস্থ্য খবর

ফুসফুস ক্যান্সারের লক্ষণ

অতীতে ফুসফুস ক্যান্সারের লক্ষণ নির্ণয়ে সময় লাগলেও, বর্তমান চিকিৎসা বিজ্ঞানের আশীর্বাদে একদম প্রাথমিক পর্যায়েই ফুসফুস ক্যান্সারের লক্ষণ নির্ণয় এবং দ্রুত ব্যবস্থা নিয়ে এর সঙ্গে লড়াই করা সম্ভব। সম্প্রতি এক প্রতিবেদনে এ ধরনের আটটি লক্ষণ প্রসঙ্গে জানিয়েছেন গবেষকরা। চলুন জেনে নেই লক্ষণগুলো সম্পর্কে-

১. ক্রমাগত কাশি

ক্রমাগত কাশি ফুসফুস ক্যান্সারের অন্যতম প্রধান একটি লক্ষণ। যদি আপনার বা পরিবারের অন্য কারো ক্রমাগত কাশি চলতে থাকে, তাহলে বিষয়টিকে হালকাভাবে নিবেন না। এক্ষেত্রে দ্রুত চিকিৎসকের শরণাপণ্ন হওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা।

২. বুকে ব্যথা

গবেষকদের তথ্য অনুযায়ী, দীর্ঘনিঃশ্বাস নেওয়ার সময়, কফ ফেলার সময় এবং হাসার সময়ও যদি বেশি সময় যাবত বুকে ব্যথা অনুভূত হয়, তাহলে তা ফুসফুস ক্যান্সারের লক্ষণ হতে পারে। এ বিষয়টিকেও গুরুত্বের সঙ্গে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

৩. নিঃশ্বাসে স্বল্পতা

অল্পতেই শ্বাস ফুরিয়ে যাওয়া ও নিঃশ্বাস নিতে সমস্যা হওয়াটা ফুসফুস ক্যান্সারের লক্ষণ। শুধু তাই নয়, নিঃশ্বাস নেওয়ার সময় যদি শিস বাজানোর মতো শব্দ হয়, তাহলে আশঙ্কা রয়েছে যে ফুসফুস ক্যান্সার বাসা বাঁধছে আপনার শরীরে। এরকম হতে থাকলে বিষয়টি মোটেও হালকাভাবে না নেওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা।

৪. অকারণে রুচি হারিয়ে ফেলা এবং ওজন কমে যাওয়া

কোনও সুনির্দিষ্ট কারণ ছাড়াই রুচি এবং ওজন কমে যাওয়াটাও ফুসফুস ক্যান্সারের আগামবার্তা বলেই জানিয়েছেন গবেষকরা। আর তাই, আপনার এরকম হতে থাকলে, বিষয়টিকে অবশ্যই গুরুত্বের সঙ্গে নিয়ে চিকিৎসকের পরামর্শ নিন।

৫. দুর্বলতা

কোনওভাবেই শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতে পারছেন না? এমনটাও হতে পারে আপনার এই দুর্বলতা ফুসফুস ক্যান্সারের লক্ষণ। এক্ষেত্রে গবেষকদের পরামর্শ হচ্ছে, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিন এবং দুর্বলতার সঠিক কারণটি খুঁজে বের করুন।              

৬. হাড়ে ব্যথা

মেরুদণ্ড বা শিরদাঁড়ার ব্যথা বা শরীরের অন্য কোনও স্থানে হাড়ে ব্যথা হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিন। কারণ ফুসফুস ক্যান্সারের অন্যতম একটি লক্ষণ এটি। এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, পেশীর ব্যথা এবং হাড়ের ব্যথা আলাদাভাবে বুঝাটা বেশ কষ্টকর। তাই হয়তো গবেষকরা জানিয়েছেন, ফুসফুস ক্যান্সারে হাড়ে যে ব্যথা হয় তা বিশ্রামের সময় ও বিশেষ করে রাতে বাড়তে থাকে।

৭. আঙুল ফুলে যাওয়া বা সংকুচিত হওয়া      

অকারণে আঙুল ফুলে যাওয়া বা সংকুচিত হওয়া এবং আঙুলে ব্যথা অনুভূত হওয়া ফুসফুস ক্যান্সারের একটি লক্ষণ বলেই জানিয়েছেন গবেষকরা। যদিও এটি অনেক ধরনের রোগের লক্ষণ হিসেবেই পরিচিত।

৮. মাথাব্যথা

মাথাব্যথাও ফুসফুস ক্যান্সারের লক্ষণ। আপনি যদি প্রতিদিন মাথাব্যথায় কষ্ট করেন, তাহলে আশঙ্কা রয়েছে ফুসফুস ক্যান্সার শরীরে বাসা বাধছে। এক্ষেত্রে ব্যথার ওষুধের বদলে সরাসরি চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই উত্তম বলে জানিয়েছেন গবেষকরা।

Comments

comments