৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার

Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Search in posts
Search in pages
Filter by Categories
Uncategorized
ইসলামী জীবন
ঔষধ ও চিকিৎসা
খাদ্য ও পুষ্টি
জানুন
নারীর স্বাস্থ্য
পুরুষের স্বাস্থ্য
ভিডিও
ভেসজ
যৌন স্বাস্থ্য
রান্না বান্না
লাইফ স্টাইল
শিশুর স্বাস্থ্য
সাতকাহন
স্বাস্থ্য ও সৌন্দর্য
স্বাস্থ্য খবর

রক্ত পরীক্ষায় জানা যাবে ক্যানসার কিনা?

ক্যানসার পরীক্ষা এবং চিকিৎসা, এ দুটিই আমাদের যথেষ্ট ভোগায়। রোগ নির্ণয়ের ভোগান্তি এবং সময় বেশি লাগার কারণেই ক্যানসারের ভয়াবহতা আরও বেড়ে যায়। ক্যানসার শনাক্তকরণ পরীক্ষা যেমন জটিল তেমনি ব্যয়বহুল। তবে এক্ষেত্রে সুখবর শোনাচ্ছেন মার্কিন গবেষকরা। তারা শুধু রক্ত পরীক্ষার মাধ্যমেই ক্যানসার শনাক্ত করা যাবে বলে দাবি করেছেন।

মার্কিন গবেষকদের বরাত দিয়ে এনবিসি নিউজ জানায়, রক্ত পরীক্ষার মাধ্যমে দু’ধরনের ক্যানসার নির্ণয় করা যেতে পারে ।

যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির কিছু বিজ্ঞানী এবং অপর কয়েকজন বিজ্ঞানীরা ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়ে সফল হয়েছেন বলে দাবি। বিশেষ ধরনের রক্ত পরীক্ষা করে তারা রক্তের ক্যানসার এবং ত্বকের ক্যানসার নির্ণয় করতে সফল হয়েছেন।

গবেষকেরা জানিয়েছেন, নন হজকিন্স লিম্ফোমা নামে একটি বিশেষ ধরনের রক্তের ক্যানসার এবং সাবকিউটোনিয়াস মেলানোমা নামে মারাত্মক ত্বকের ক্যানসার হলে রোগীর কোষে কিছু জৈব রাসায়নিক পরিবর্তন হয়।

স্পেকট্রোস্কোপি নামে একটি যন্ত্রের মাধ্যমে ইনফ্রারেড রশ্মিকে টিউমারের মধ্য দিয়ে চালনা করার ফলে সেই পরিবর্তনগুলি ধরা পড়ছে বলে দাবি করেছেন গবেষকেরা। তারা জানিয়েছেন, একই সঙ্গে বেশ কিছু রোগগ্রস্ত এবং সুস্থ ইঁদুরকে পরীক্ষাগারে এক সঙ্গে রাখা হয়েছিল। ইনফ্রারেড রশ্মির মাধ্যমে পরীক্ষা চালিয়ে সহজেই অসুস্থ ও সুস্থ ইঁদুরগুলিকে আলাদা করা গেছে।

চিকিৎসক ও গবেষকদের মতে, প্রতি বছর মূলত শ্বেতাঙ্গ মানুষদের মধ্যে ত্বকের ক্যানসার তিন থেকে সাত শতাংশ করে বাড়ছে। রক্ত ও ত্বকের ক্যানসার নির্ণয়ের জন্য এখনও প্রধানত টিস্যু কালচার ও বায়োপসি পদ্ধতি ব্যবহৃত হয়। এগুলো খরচসাপেক্ষ, ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ।

এদিকে রোগ নির্ণয়ে যত দেরি হয়, ক্যানসার তত ছড়িয়ে পড়ে। সেই দিকথেকে ইনফ্রারেড পদ্ধতি সহজ। এটি অনেক সুলভ এবং এর মাধ্যমে কম সময়ে সঠিক রোগ নির্ণয় সম্ভব বলে দাবি করেছেন গবেষকেরা। এটি অদূর ভবিষ্যতে সব ধরণের ক্যানসার নির্ণয়ে আরো বেশি কার্যকর হবে বলে আশা করা যাচ্ছে।

Comments

comments