ক্যানসার পুরোপুরি সারানোর চিকিৎসা পদ্ধতি আবিষ্কার!
বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রোগ ক্যানসারের ওষুধ আবিষ্কার করার জন্য বছরের পর বছর ধরে বিশেষজ্ঞরা গবেষণা করে যাচ্ছেন। সেই গবেষণার একটি বড় সাফল্য মিলেছে ব্রিটিশ বিজ্ঞানীরা।
এর আগে কিউবার বিজ্ঞানীরা ক্যানসারের টিকা আবিষ্কার করেছেন।
ব্রিটিশ বিজ্ঞানীরা দাবি করেছেন, তাঁরা এক ধরনের ‘ইমিউন থেরাপি’ আবিষ্কার করেছেন, যা দিয়ে সারিয়ে ফেলা যাবে ক্যানসার। তবে এখনই নয়, ২০১৮-তে পাকাপাকি ভাবে এই পদ্ধতিতে ক্যানসারের চিকিৎসা করা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
কী এই ‘ইমিউন থেরাপি’? ক্যানসার হওয়ার পরেও যাঁরা অদ্ভুত ভাবে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন, তাঁদের ব্লাড সেল দিয়েই তৈরি হবে এই চিকিৎসা পদ্ধতি। এই ব্লাড সেলগুলি হল- ক্যানসার মেরে ফেলার জন্য প্রতিরোধক কোষ। এই ব্লাড সেলগুলিকেই পরিমাণে প্রায় ১০ লাখ গুণ বাড়িয়ে তুলবেন বিজ্ঞানীরা। সেই অসংখ্য ব্লাড সেলই বহু ক্যানসার রোগীর চিকিৎসায় লাগবে।
এই বিষয়গুলোর উপর ভিডিও বা স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি ঠিকানা: – YouTube.com/HealthDoctorBD
এই পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল নিউট্রোফিল সেল। এই সেল কেমিক্যাল ও অ্যান্টিবডির দ্বারা সরাসরি ক্যানসার সেল ধ্বংস করতে সক্ষম।
এ ছাড়াও রক্তে ইমিউন সিস্টেম সেল যেগুলি রোগ প্রতিরোধ করে, তা-ও তৈরি করে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, ল্যাবরেটরিতে ইঁদুরের উপরে পরীক্ষামূলক ভাবে এই চিকিৎসা করে দেখা হয়েছে। এবার মানুষের ওপরেও এই চিকিৎসা পরীক্ষামূলক ভাবে করা হবে।
সূত্র: আইএএনএস, ইয়াহু নিউজ, এক্সপ্রেস.কো.ইউকে