কৃত্রিম ধমনী আবিষ্কার করলো বিজ্ঞানীরা!
আমেরিকার মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের কলেজ অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক রবার্ট ট্রাঙ্কুইল্লোর নেতৃত্বে একদল গবেষক কৃত্রিম ধমনী আবিষ্কার করেছেন।
খুব শীঘ্রই বাজারে আসছে কৃত্রিম ধমনী। ওই ধমনী দিয়ে কোনো বাধা-বিপত্তি ছাড়াই তরতরিয়ে বইবে রক্তস্রোত। একটা ছোট্ট টিউবের মতো কৃত্রিম ধমনী আমাদের শরীরে বসিয়ে দেওয়া হলে তা অল্প সময়ের মধ্যেই বেড়ে যাবে।
ধমনী দিয়ে রক্ত বয়ে যাওয়ার সময় বাধা পেলে আর হার্ট অ্যাটাকের ভয় থাকবে না। অহেতুক ছুরি-কাঁচি চালিয়ে শরীরকে আর ক্ষতবিক্ষত করতে হবে না। অস্ত্রোপচারের হাজারো ধারালো অস্ত্রে আর বিঁধতে হবে না শিশু থেকে বৃদ্ধের শরীর।
কৃত্রিম ধমনী আবিষ্কারকের দলে প্রবাসী ভারতীয় বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার অনিতা কুলকার্নিও রয়েছেন।
ধমনী দিয়ে রক্ত বয়ে যাওয়ার সময় বাধা পেলে আর হার্ট অ্যাটাকের ভয় থাকবে না। অহেতুক ছুরি-কাঁচি চালিয়ে শরীরকে আর ক্ষতবিক্ষত করতে হবে না। অস্ত্রোপচারের হাজারো ধারালো অস্ত্রে আর বিঁধতে হবে না শিশু থেকে বৃদ্ধের শরীর।
কৃত্রিম ধমনী আবিষ্কারকের দলে প্রবাসী ভারতীয় বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার অনিতা কুলকার্নিও রয়েছেন।