ডায়াবেটিস নিয়ন্ত্রণে আরো কিছু ব্যায়াম
শরীরে ডায়াবেটিস বা কোলেস্টেরল খুব নিঃশব্দে জায়গা করে নেয়। কখন যে এটি আপনার শরীরে স্থান করে নেবে, তা টেরই পাওয়া যাবে না।
প্রধানত বিপাকের সমস্যা থেকে এটির উদ্ভব। শরীরচর্চার মাধ্যমে এটিকে অনেকটা নিয়ন্ত্রণে রাখা যায়। মনে রাখতে হবে, ডায়াবেটিস হওয়ার কোনো বয়স নেই। যেকোনো বয়সে এটি হতে পারে। সাধারণত অল্প বয়সে টাইপ-১ ডায়াবেটিস হয়। আর বেশি বয়সে টাইপ-২। খুব স্বাভাবিকভাবে টাইপ-১-এর তুলনায় টাইপ-২ ডায়াবেটিস কঠিন। ব্যায়ামটাও টাইপ-২-এর জন্য বেশিই করতে হবে। আগের দিন আমরা টাইপ-১-এর উপযোগী ব্যায়াম সম্পর্কে জেনেছি।
টাইপ-২-এর জন্য উপযুক্ত ব্যায়ামগুলো সম্পর্কে আজ জানব।
এই বিষয়গুলোর উপর ভিডিও বা স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি ঠিকানা: – YouTube.com/HealthDoctorBD
হরাইজন্টাল পুল আপ
এ অনুশীলনের জন্য আপনার চেয়ে একটু বেশি উচ্চতার স্থায়ীভাবে লাগানো একটি লোহার রড প্রয়োজন হবে। কাঁধের প্রস্থের তুলনায় দুই হাতের মাঝে বেশি ফাঁকা রেখে দুই হাতে রডটি ধরতে হবে। প্রথমে মাটিতে পা টান টান করে নিজেকে ওপরে তুলে বুকটা রডের কাছে নিতে হবে। এভাবে কয়েকবার করার পর অনুশীলনটি সহজ হয়ে যাবে। তখন পা শূন্যে রেখে অনুশীলনটি করতে হবে।
ওভারহেড স্টেপ আপ
দেড় ফুট উচ্চতার একটি টুল প্রয়োজন হবে এ অনুশীলনে। একটি ডাম্বেল দুই হাতে মাথার ওপর উঁচুতে ধরে টুলের ওপর ডান পা তুলে দিন। কিছু সময় পর ডান পা নামিয়ে বাঁ পা টুলের ওপর রাখুন। এভাবে ১৫-২০ বার করতে হবে। তবে খেয়াল রাখতে হবে, এ সময় যেন পিঠ টান টান থাকে।
ডাম্বেল সুইং
দুই হাতে ডাম্বেল ধরে দুই হাঁটু একটু বাঁকিয়ে সামনে ঝুঁকে দাঁড়াতে হবে। এবার ডাম্বেল নিচ থেকে কাঁধের উচ্চতা পর্যন্ত উঠিয়ে আবার নামাতে হবে। এভাবে ১২ থেকে ১৫ বার করুন।