অ্যালকোহল থেকে হতে পারে সাত ধরনের ক্যানসার
বর্তমান বিশ্বে ক্যানসার একটি আতঙ্কের নাম। প্রচুর লোক এই একটি রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর মারা যায়। ক্যানসার খুব বেড়ে গেলে এর চিকিৎসা করাও মুশকিল হয়ে পড়ে। তবে ক্যানসার প্রতিরোধযোগ্য। জীবন যাপনের কিছু বিষয় মেনে চললে ক্যানসার প্রতিরোধ করা যায়।
আপনি নিশ্চয় জানেন দীর্ঘদিন ধরে মদ্যপান বা অ্যালকোহল গ্রহণ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে? যেমন : উচ্চ রক্তচাপ, বিষণ্ণতা, স্মৃতিভ্রম। এ ছাড়া চিকিৎসকরা অ্যালকোহল গ্রহণের সাথে বেশ কিছু ক্যানসারের সম্পর্ক খুঁজে পেয়েছেন। আর এটা কেবল একটি বা দুটি নয়, সাতটি ক্যানসারের সাথে রয়েছে এর সম্পর্ক। কেবল অ্যালকোহল পান কমিয়ে দিলে এই ক্যানসারগুলো প্রতিরোধ সম্ভব। অ্যাডিকশন জার্নালে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন।
এই বিষয়গুলোর উপর ভিডিও বা স্বাস্থ্য বিষয় ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি – ঠিকানা – YouTube.com/HealthDoctorBD
অ্যালকোহল গ্রহণে যেসব ক্যানসার হতে পারে
মুখ ও গলার ক্যানসার
অন্ননালীর ক্যানসার
স্বরযন্ত্রের ক্যানসার
লিভার ক্যানসার
কোলন ক্যানসার
মলদ্বারের ক্যানসার
স্তন ক্যানসার
অ্যালকোহল যখন সরাসরি কোষের সংস্পর্শে আসে এটি একট্যালডিহাইডে রূপান্তরিত হয়। এটি কারসিনোজেন নামে পরিচিত। এটি ডিএনএকে ক্ষতিগ্রস্ত করে। অ্যালকোহল শরীরে বিষাক্ত পদার্থ তৈরি করে এবং শরীরের ক্ষতি করে।
তবে যারা খুব বেশি অ্যালকোহল পান করেন তাদের এই সমস্যা হওয়ার আশঙ্কা বেশি এমনটাই বলা হয়েছে প্রতিবেদনটিতে।
প্রতিবেদনটির লেখক জেনিন কোনর বলেন, ‘ক্যানসার হয়ে মৃত্যু হয়েছে এমন ঘটনার পাঁচ দশমিক আট ভাগের জন্যই দায়ী অ্যালকোহল। তাই ক্যানসার থেকে মুক্ত থাকতে বা ক্যানসার প্রতিরোধে এই অভ্যাসটি ত্যাগ করা জরুরি বলে জানান বিশেষজ্ঞরা।