মেয়েটি আপনাকে ভালোবাসে কিনা মুখ দেখে জানুন
মুখ দেখেই কী মনের কথা বুঝা যায়? এ সংশয় দূর করতে পারে মনোবিজ্ঞান। মনোবিদরা বলছেন, একটি মেয়ের মুখের দিকে তাকিয়ে বুঝে নেওয়া সম্ভব সে আপনাকে ভালোবাসে কি না। একটি মেয়ে যদি আপনার প্রেমে পড়ে থাকে তাহলে তার মুখে ফুটে উঠবে কয়েকটি বিশেষ লক্ষণ। লক্ষণগুলো হলো:
উত্তোলিত ভ্রূ: মেয়েটি যদি আপনার কথা শোনার পরে ঘাড় নাড়ে এবং সেই সঙ্গে হাসে, পাশাপাশি ভ্রূ দুটো তুলে রাখে তাহলে বুঝবেন সে আপনার কথায় সহমত পোষণ করছে। এটা ভালোবাসার প্রথম লক্ষণ।
ঠোঁট চাটা বা ঠোঁট কামড়ানো: মেয়েটি কি আপনার কথা শোনার সময়ে বারবার ঠোঁট চাটছে বা ঠোঁট কামড়াচ্ছে? তাহলে বুঝতে হবে, অবচেতনে সে নিজের ঠোঁটের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। তাছাড়া যখন একটি মেয়ে উত্তেজিত হয়ে পড়ে তখন তার মুখের ভেতরটা সাধারণত শুকিয়ে যায়। দুটোই কিন্তু তার প্রেমে পড়ার লক্ষণ।
চোখের তারা বড় হয়ে যাওয়া: শুধু মেয়ে বলে নয়, পছন্দের মানুষের সংস্পর্শে এলে যেকোনও মানুষেরই চোখের তারা উত্তেজনায় বড় হয়ে যায়। কাজেই নজর রাখুন মেয়েটির চোখের তারার দিকে।
চোখের পাতা পিটপিট করা: ভালোবাসার পুরুষের কাছাকাছি এলে সাধারাণত মেয়েরা চোখের পাতা স্বাভাবিকের তুলনায় একটু দ্রুতই খোলা-বন্ধ করে।
স্ফীত নাসারন্ধ্র: মেয়েরা উত্তেজিত হলে তাদের নাকের পাটা ফুলে ওঠে। এটা স্বতঃস্ফূর্তভাবেই ঘটে। কাজেই যদি দেখেন আপানার কাছাকাছি থাকবার সময়ে তার নাসারন্ধ্র ফুলে উঠছে, তাহলে মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে সে আপনাকে পছন্দ করছে।