কিডনি সমস্যার যত কারণ
কিডনি সমস্যা এখন মানুষকে ভীষণভাবে ভাবাচ্ছে। কিডনির সমস্যা মারাত্মক পর্যায়ে পৌঁছলে কিডনি অকেজো পর্যন্ত হয়ে যেতে পারে।
তথন কিডনি বদল করা ছাড়া আর কোনও উপায় থাকে না, যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় ‘রেনাল ট্রান্সপ্লান্টেশন’। কিন্তু কেন হয় কিডনির সমস্যা?
সমস্যা তৈরি হওয়ার কারণগুলো যদি জানা থাকে তাহলে অনেকটাই সচেতন হয়ে চলা যায় এই ভয়ানক রোগ থেকে। আসুন দেখে নিই কিডনি সমস্যার মূল কারণগুলো—
– উচ্চ রক্তচাপের কারণে কিডনি সমস্যা হতে পারে।
– রক্তে অধিক পরিমাণ কোলেস্টেরল কিডনি সমস্যার জন্য দায়ী।
– ডায়াবেটিস থেকেও এই সমস্যা হতে পারে।
– বংশে কারও কিডনির সমস্যাও অনেক সময়ে কারণ হয়ে দাঁড়ায়।
– পলিসিস্টিক কিডনি ডিজিস রোগের ফলে কিডনিতে সিস্ট গঠিত হয়।
– দীর্ঘ দিন ধরে লিথিয়াম এবং নন-স্টেরোডিয়াল অ্যান্টি ইনফ্লেমেটরি ওষুধ খাওয়ার ফলেও সমস্যা তৈরি হয়।
– ওজন বাড়া ও ধূমপানও কিডনি সমস্যার একাটা অন্যতম কারণ।
– ষাট বা তার বেশি বয়সে অনেক ক্ষেত্রেই এই সমস্যা দেখা দেয়।
কিডনি বিকল হলে এর কোনও প্রতিকার নেই। এ কারণে নিয়ম মেনে খাওয়া দাওয়া করলে ও মার্জিত জীবন যাপন করলে এই সমস্যার থেকে কিছুটা রেহাই মেলে মাত্র।