১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, মঙ্গলবার

Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Search in posts
Search in pages
Filter by Categories
Uncategorized
ইসলামী জীবন
ঔষধ ও চিকিৎসা
খাদ্য ও পুষ্টি
জানুন
নারীর স্বাস্থ্য
পুরুষের স্বাস্থ্য
ভিডিও
ভেসজ
যৌন স্বাস্থ্য
রান্না বান্না
লাইফ স্টাইল
শিশুর স্বাস্থ্য
সাতকাহন
স্বাস্থ্য ও সৌন্দর্য
স্বাস্থ্য খবর

সুস্থ ও স্বাভাবিক যৌন জীবনের আনন্দ পেতে ৯টি টিপস

সুস্থ ও স্বাভাবিক যৌন জীবনের আনন্দ পেতে মাথায় রাখুন মূল্যবান এই পরামর্শগুলো…….

প্রথমেই মাথায় রাখতে হবে এইচ আই ভি এডসের মতো মারণ রোগের কথা। তাই প্রথমেই সাবধানতা অবলম্বন করুন। তারপর সঙ্গীর সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত হোন।

সঙ্গীর দেওয়া কন্ডোম ব্যবহার করবেন না। নিজেই কিনে আনুন। কেনার আগে মেয়াদ শেষের তারিখ অবশ্যই দেখে নেবেন।

প্রথমেই সংসর্গে লিপ্ত হবেন না। সঙ্গীর সঙ্গে কিছুক্ষণ গল্প করুন। দুজনে দুজনকে ভালো করে বুঝে নিন।

দেখে নিতে হবে আপনার সঙ্গীর শরীর থেকে কোনও গন্ধ বের হচ্ছে কিনা। যদি বের হয়, সেক্ষেত্রে কী কারণে এই গন্ধের উৎপত্তি তা জেনে নিতে হবে।

অনেকেই মনে করেন যৌনতা নিয়ে আলোচনা করাটা ভালো নয়। কিন্তু সমীক্ষা বলছে যৌন-‌জীবন শুরুর আগে কিছুক্ষণ যৌন সংক্রান্ত আলোচনাটা পরম তৃপ্তি দেয়।

সুরক্ষার কথা ভেবে একটির জায়গায় দুটি কন্ডোম ব্যবহার অনেকেই করেন। কিন্তু অনেক ক্ষেত্রে দুটো কন্ডোমই নষ্ট হয়ে যেতে পারে। তাই একটি কন্ডোম ব্যবহার করুন।

বহু নারীর সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত হবেন না। সংখ্যাটা কমিয়ে আনুন। না হলে নানা রোগের সম্ভাবনা থেকে যায়। কার শরীরে কী রোগ রয়েছে তা কেউ জানে না।

সেক্স টয় ব্যবহার করতে পারেন। এতে গর্ভবতী হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু রোগপ্রতিরোধ ক্ষমতা রয়েছে সেক্স টয়ের। ব্যবহারের আগে সেক্ট টয় ভালো করে ধুয়ে নিন।

যৌন-‌জীবন উপভোগ করার জন্য কোনও রকম উদ্দীপক ওষুধের সাহায্য নেবেন না। এর প্রভাব মারাত্তক। আপনি বড় কোনও রোগে আক্রান্ত হতে পারেন। ‌‌

Comments

comments