নারী-পুরুষের হস্তমৈথুন নিয়ে কিছু ভুল ধারণা
অধিকাংশ মানুষেরই ধারণা। পুরুষই শুধু হস্তমৈথুন করে। কিন্তু বাস্তব চিত্রটা অন্য। পুরুষ খোলামেলা তাই বিষয়টি সামনে আসে। নারী রহস্যময়ী। তাই তার অনেক কিছুই সামনে আসে না। কারণটা অবশ্য সামাজিক গ্লানি, বদনাম, কলঙ্ক। পুরুষের তো ওসবের বালাই নেই। তাই নারীকেই নিজের সম্ভ্রম বাঁচিয়ে চলতে হয়। সেই জন্যই হয়তো মুখে কুলুপ-আটা। তাই জানা যায় না। তবে এটাও ঠিক, নারীর যৌনজীবন শুরু হলে তার হস্তমৈথুনও কমে যায়। পুরুষের বেলায় সেটা হয় না। সম্পূর্ণ যৌনজীবনে থেকেও হস্তমৈথুন চলতে থাকে অনেকের। এরকমই আরও কিছু ধারণা আছে। জেনে নিন, সেগুলি কী কী।
শুক্রাণুরা সংখ্যায় কমে যায়||
এ দেশের মানুষজনের ধারণা হস্তমৈথুন করলে নাকি বীর্য বা শুক্রাণুর সংখ্যা কমে যায়। এসব ভুলভাল ভাবনা এবার ত্যাগ করার পালা। বীর্যের গুণ ও মান হস্তমৈথুনের উপর নির্ভর করে না। তবে হ্যাঁ, নিয়মিত হস্তমৈথুন করলে তরতাজা শুক্রাণু তৈরি হয় এবং সেটি পুরুষের স্বাস্থ্যের পক্ষে খুব ভালো।
এই বিষয়গুলোর উপর ভিডিও বা স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি ঠিকানা: – YouTube.com/HealthDoctorBD
যৌন সম্পর্ক করার স্পৃহা কমে যায়||
বরং ঘটে ঠিক তার উলটো। সেক্স করার ইচ্ছে বাড়ে। হস্তমৈথুনের সাহায্যে ব্যক্তি নিজের শরীরকে আরও ভালোভাবে চিনতে শেখে। শরীরের হটস্পটগুলো ভালোভাবে বুঝতে শেষে। সেক্স করার সময় অনেক ভালো পারফর্ম করতে পারে।
হস্তমৈথুন অস্বাস্থ্যকর||
মোটেও তা নয়। তবে নোংরা হাত দিয়ে হস্তমৈথুন করলে সংক্রমণ ছড়াতে পারে। হস্তমৈথুন করার আগে হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেওয়া উচিত।
টিনএজাররাই হস্তমৈথুন করে||
হস্তমৈথুনের অভ্যেস বয়ঃসন্ধিতে শুরু হয় ঠিকই, কিন্তু তার মানে এটা নয় কেবল বয়ঃসন্ধির ছেলেমেয়েরাই হস্তমৈথুন করে। পূর্ণ বয়স্ক নারীপুরুষও এই কর্মে রত।